কারেন্ট অ্যাফেয়ার্স ২০ মে ২০২০

1011
0

আন্তর্জাতিক

  • গোটা দুনিয়ায় কোভিড ১৯ সংক্রমণের সংখ্যা ৫০ লক্ষ অতিক্রম করে গেল৷ মৃত্যু হয়েছে ৩২৭৪৬২ জনের৷ মার্কিন যুক্তরাষ্ট্রে সাড়ে ৯৩ হাজার মানুষের মৃত্যু হল করোনায়৷ আফ্রিকা মহাদেশে এই সংক্রমণে ২৫০০ জনের মৃত্যু হয়েছে৷ রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসও সতর্ক করে বলেছেন, “আফ্রিকায় ভয়াবহ রূপ নিতে চলেছে করোনা ভাইরাস”৷
  • সিঙ্গাপুরের আদালত মাদক পাচারে অভিযুক্ত এক যুবক পুনিথান জেনেসানকে (৩৭) মৃত্যুদণ্ড দিল৷ লকডাউন পরিস্থিতিতে বিচার কার্য সম্পন্ন হচ্ছে অনলাইনে জুম ভিডিও কলে৷ এই প্রথম এই পদ্ধতিতে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হল৷

 

জাতীয়

  • সুপার সাইক্লোন “আমপান”- এর দাপটে চরম ক্ষতিগ্রস্ত হল দক্ষিণবঙ্গ৷ ১৭৩৭ সালের পর এত ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির মুখে পড়ল বাংলা৷ এই ঝড়ের ল্যান্ডফল হয় বকখালির কাছে বিকেল সাড়ে চারটে নাগাদ৷ তখন বাতাসের বেগ ছিল ঘণ্টায় ১৮৫ কিলোমিটার৷ কলকাতায়য় ঘণ্টায় ১১৪ কিমি বেগে ঝড় বয়ে গেছে. এই ঝড়ে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ সুন্দরবনের বিস্তীর্ণ অংশও ক্ষতির মুখে পড়েছে৷ ৫ লক্ষাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে না দিলে বিপদ আরও বাড়ত বলে মনে করা হচ্ছে৷ গোসাবা, বাসন্তী, পাথরপ্রতিমা, সাগরদ্বীপের অন্তত ১৫টি জায়গায় বাঁধ ভাঙার খবর পাওয়া গেছে৷
  • দেশে ১০৬৭৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ গত ২৪ ঘণ্টায় ৫৬১১ জনের সংক্রমণের খোঁজ মিলেছে৷ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩০৩৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য, আক্রান্ত রোগীদের মধ্যে ২.৯৪ শতাংশকে অক্সিজেনন দিতে হয়েছে, ৩ শতাংশকে আইসিইউ-তে ভর্তি করতে হয়েছে এবং ০.৪৫ শতাংশকে ভেন্টিলেটরে রাকতে হয়েছে৷ এদিকে ২৫ মে থেকে অন্তদের্শীয় উড়ান চালুর সিদ্ধান্ত জানালেন কেন্দ্রীয় বিমানমন্ত্রী হরদীপ সিং পুরী৷ তবে অল্প কিছু রুটেই নিয়ন্ত্রিত সংখ্যায় বিমান চালানো হবে৷

 

 

বিবিধ

  • মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় শিশুদের ট্যালকম পপাউডার বিক্রি বন্ধ করল জনসন অ্যান্ড জনসন৷ ওই সামগ্রীর সেখানে বিক্রি তলানিতে ঠেকেছিল৷ শিশুদের পাউডারে ক্ষতিকর অ্যাসবেস্টস মেশান হয়, এই অভিযোগে সংস্থাটির বিরুদ্ধে ১৯ হাজারের বেশি মামলাা হয়েছে সেখানে৷
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যনির্বাহী বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন৷

 

খেলা

  • ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ আনলেন প্রাক্তন ক্রিকেটার মাইকেল হোল্ডিং৷ ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের যে ৫ লক্ষ মার্কিন ডলার অনুদান দিয়েছিল তা নিয়ে নয়ছয়ের অভিযোগ এনেছেন তিনি৷