কারেন্ট অ্যাফেয়ার্স ২০ সেপ্টেম্বর ২০১৮

568
0
Current Affairs 20 September 2018

জাতীয়

  • মাঝ আকাশে বিমানের মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন যাত্রীরা। মুম্বই থেকে জয়পুরগামী জেট এয়ারওয়েজের বোয়িং ৭৩৭ বিমানে এই ঘটনা ঘটল। ফ্লাইট ৯ ডব্লু ৬৯৭ উড়ানটির প্রেশারাইজেশন সিস্টেম চালু করা হয়নি বলে প্রাথমিকভাবে মনে করছে ডিজিসিএ।
  • বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, তার নাম ‘দায়ে’। জানাল আলিপুর আবহাওয়া দপ্তর।

আন্তর্জাতিক

  • ইউরোপীয় গ্রাহক নীতি চলতি বছরের মধ্যেই মেনে নিতে হবে ফেসবুক, ট্যুইটারকে। অন্যথায় তাদের নিষিদ্ধ করা হবে। ইউরোপিয়ান জাস্টিম কমিশনার ভেরা জুরেভা এদিন একথা বলেন।
  • বাংলাদেশের সংসদে পাশ হল ডিজিটাল সুরক্ষা আইন ২০১৮। বাংলাদেশের সম্পাদক, সাংবাদিকরা এটির বিরোধিতা করলেও তাতে আমল দেয়নি শাসক দল আওয়ামি লিগ। ডিজিটাল মাধ্যমে ইচ্ছাকৃত মানহানি, অশ্লীলতা, মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর মতো অপরাধে ৭ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডের এবং ১ কোটি টাকা পর্যন্ত জরিমানার সংস্থান রাখা হয়েছে এই বিলটিতে।
  • জাপানের প্রধানমন্ত্রী পদে পুনর্নির্বাচিত হলেন শিনজো অ্যাবে। এই নিয়ে টানা তৃতীয়বার ওই পদে বসতে চলেছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির ওই নেতা।

খেলা

  • দুবাইয়ে এশিয়া কাপ-এর ম্যাচে আফগানিস্তান ১৩৬ রানে হারাল বাংলাদেশকে। ৩২ বলে ৩৭ রান এবং ১৩ রানে ২ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হলেন আফগানিস্তানের ২০ বছরের ক্রিকেটার রশিদ খান।
  • ফিফা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে যুগ্মভাবে শীর্ষ স্থানে উঠে এল ফ্রান্স ও বেলজিয়াম। তাদের পয়েন্ট ১৭২৯। গত ২৫ বছরে এই প্রথম দুটি দেশ যুগ্মভাবে শীর্ষস্থান দখল করল। ভারতের র‍্যাঙ্কিং হল ৯৭।
  • লিস্ট ‘এ’ ক্রিকেটে ১০ রানে ৮ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড করলেন শাহবাজ নাদিম। চেন্নাইয়ে বিজয় হাজারে ট্রফিতে রাজস্থানের বিরুদ্ধে হ্যাটট্রিক সহ এই কীর্তি স্থাপন করলেন ঝাড়খণ্ডের স্পিনার শাহবাজ।
  • উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে লাল কার্ড দেখলেন জুভেন্তাসের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই ম্যাচে জোড়া পেনাল্টিতে ২-০ গোলে জয়ী হল জুভেন্তাস।

বিবিধ

  • ডাকঘরের স্বল্প সঞ্চয় সহ বিভিন্ন সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়াল কেন্দ্র। পাবলিক প্রভিডেন্ট ফান্ড, কিষাণ বিকাশপত্র, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, সুকন্যা সমৃদ্ধি যোজনা, সিনিয়র সিটিজেন স্কিম, ডাকঘর মাসিক আয় প্রকল্প প্রভৃতিতে ১ অক্টোবর থেকে সুদের হার ০.৩ থেকে ০.৪ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। গত সাড়ে ৪ বছর ধরে এই হার হয় কমেছে নয় অপরিবর্তিত ছিল।