কারেন্ট অ্যাফেয়ার্স ২১ এপ্রিল ২০১৮

624
0
current-affairs-21042018-picture

জাতীয়

  • কমনওয়েলথ শীর্ষ সম্মেলন সেরে লন্ডন থেকে বার্লিন গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে জার্মানির চ্যান্সেলর আঞ্জেলা মার্কেলের সঙ্গে বৈঠক হল তাঁর।
  • প্রাক্তন বিদেশমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিন্‌হা বিজেপি থেকে পদত্যাগ করলেন। একইসঙ্গে রাজনীতি থেকেও অবসরের সিদ্ধান্ত জানালেন তিনি। তিনি সম্প্রতি রাষ্ট্রমঞ্চ নামে একটি অরাজনৈতিক মঞ্চ গঠন করেছিলেন। তাঁর ছেলে জয়ন্ত সিন্‌হা বর্তমানে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণের প্রতিমন্ত্রী।
  • ১২ বছর বা তার কম বয়সী নাবালিকাদের ধর্ষণের দোষীর শাস্তি হবে মৃত্যুদণ্ড। এই মর্মে অধ্যাদেশ আনল কেন্দ্রীয় মন্ত্রিসভা।

আন্তর্জাতিক

  • কোরীয় উপদ্বীপে শান্তি ফেরাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানালেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিম জং উন। সব ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং পারমাণবিক কর্মসূচি বন্ধ রাখার সিদ্ধান্ত জানালেন তিনি। এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
  • সিরিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে তার উপকরণ আইসোপ্রোপানল বেলজিয়ামের ৩টি সংস্থা সিরিয়া সরকারের হাতে তুলে দিয়েছে বলে দাবি করল ব্রিটিশ সংবাদমাধ্যম।

খেলা

  • মেক্সিকোর লিয়োন শহর থেকে হারিয়ে গেল রুপোয় তৈরি ইউরোপ লিগ কাপ। পরে অবশ্য তা খুঁজে পাওয়া গেছে।
  • ইপিএল-এ সর্বোচ্চ সংখ্যক গোলের (৩১ গোল, ৩৮ ম্যাচে) রেকর্ড গড়লেন লিভারপুলের ফুটবলার মহম্মদ সালাহ। তিনি স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (২০০৭-০৮) এবং লুই সুয়ারেজের (২০১৩-১৪) রেকর্ড।

বিবিধ

  • অ্যাম্পিবিয়াস এয়ারক্রাফট ইউএস-২ ভারতের কারখানায় উৎপাদনের লক্ষ্যে জাপানের শিনমাইওয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে সমঝোতাপত্রে সই করল ভারতীয় সংস্থা মাহীন্দ্রা গ্রুপ।
  • সুইডেনের খ্যাতনামা ডিজে তথা প্রযোজক অ্যাভিচি (২৮) প্রয়াত হলেন।
  • যে ঋণখেলাপিরা দেশ ছেড়ে পালিয়েছে তাদের সম্পত্তি বিক্রি করে ঋণ পরিষোধের জন্য ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স অর্ডিন্যান্স ২০১৮ অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা।