কারেন্ট অ্যাফেয়ার্স ২১ জানুয়ারি, ২০১৯

815
0
Current Affairs 21 Jan 2019

আন্তর্জাতিক

  • আফগনিস্তানের ময়দান শহরে তলিবান হামলায় মৃত্যু হল ১২৬ জন আফগান সেনার। একটি সেনা প্রশিক্ষণ শিবিরে ট্রাকে করে বিস্ফোরক নিয়ে আত্মঘাতী হামলা চালায় তালিবান জঙ্গিরা।
  • সিরিয়ায় ৪ ঘণ্টার বেশি সময় ধরে অন্তত ৭০টি স্থানে বিমান হামলা চালাল ইজরায়েল। সিরিয়ায় ইরানের গোয়েন্দা দফতর, অস্ত্রভাণ্ডার, সামরিক প্রশিক্ষণ কেন্দ্র এবং দামাস্কাসে আন্তর্জাতিক বিমানবন্দরে ওই হামলা চালানো হয়। এই ঘটনার প্রেক্ষিতে ইজরায়েলের বিরুদ্ধে হুমকি দিল ইরান। অন্য ঘটনার প্রেক্ষিতে ইজরায়েলের বিরুদ্ধে হুমকি দিল ইরান। অন্য দিকে ইজরায়েলের দাবি, তাদের অধিকৃত গোলান হাইটসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলারই জবাব দেওয়া হয়েছে।
  • ২০২০ সালে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্র্যাট দলের অন্যতম প্রার্থী হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত ক্যালিফোর্নিয়ার সেনেটর কমলা হ্যারিস।

জাতীয়

  • ইভিএম কারচুপি করা সম্ভব বলে দাবি করলেন মার্কিন হ্যাকার সইদ সুজা। তাঁর দাবি, তিনি ইলেকট্রনিক্স কর্পোরেশন অব ইন্ডিয়ার প্রাক্তন কর্মী। তিনি ব্রিটেনের কূটনৈতিক আশ্রয়ে রয়েছেন।এদিন লন্ডনে এই দাবি জানালেন তিনি। তবে হাতে কলমে তিনি কোনো কারচুপি প্রমণ করতে পারেননি।
  • গায়ানার ভারতীয় হাই কমিশনে পাসপোর্ট জমা দিলেন পিএনবি কাণ্ডে অভিযুক্ত মেহুল চোকসি। তিনি অবশ্য আগেই অ্যান্টিওয়্যার নাগরিকত্ব গ্রহণ করেছেন।

বিবিধ

  • এ বছর আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হবে ৩১ জানুয়ারি। চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।বইমেলার উদ্বোধন করবেন গুয়াতেমালার প্রখ্যাত সাহিত্যিক অধ্যাপক ইউডা মোরেজ।সল্টলেকের সেন্ট্রালপার্কে আয়োজিত বইমেলায় দেশি বিদেশি মিলিয়ে ৮০০টি প্রকাশন সংস্থা স্টল দেবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এ বছর বইমেলা ৪৩ বছরে পা দিচ্ছে।
  • আইডিবিআই ব্যাঙ্কের অধিগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ করল এলআইসি।ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটিতে তাদের অংশীদারি বেডে ৫১ শতাংশ হল।
  • ২০১৮ সালে চিনের আর্থিক বৃদ্ধি কমে হয়েছে ৬.৬ শতাংশ। এই হার গত ২৮ বছরে সর্বনিম্ন।
  • আইএমএফ-এর প্রথম মহিলা মুখ্য অর্থনীতিবিদ হিসাবে দাভোসে বিশ্ব অর্থনীতির রিপোর্ট পেশ করলেন ভারতীয় বংশোদ্ভূত গীতা গোপীনাথ।

খেলা

  • টেস্ট ক্রিকেটে বিশ্ব রাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখল ভারত। টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষ স্থান ধরে রখলেন বিরাট কোহলি। তৃতীয় স্থানে রয়েছেন চেতেশ্বর পূজারা।
  • অস্ট্রেলীয় ওপেনে শীর্ষ বাছাই সিমো হালেপকে হারিয়ে দিলেন সেরেনা উইলিয়ামস।