কারেন্ট অ্যাফেয়ার্স ২১ ডিসেম্বর ২০১৭

969
0
current-affairs-21122017-picture

জাতীয়

  • ১.৭৬ লক্ষ কোটি টাকার টুজি স্পেকট্রাম কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় অভিযুক্ত ১৯ জনকেই বেকসুর খালাস করার নির্দেশ দিল সিবিআই-এর বিশেষ আদালত। বিচারক ও পি সাইনির এজলাসে অন্যান্য অভিযুক্তদের মধ্যে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এ রাজা এবং করুণানিধি কন্যা কানিমোজিও ছাড়া পেয়েছেন। স্পেকট্রাম বণ্টনে দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে সিবিআই ব্যর্থ হয়েছে এই মামলায়।
  • বিহারের গোপালগঞ্জের সাশা মুশা চিনি কারখানায় বয়লার ফেটে মৃত্যু হল ৫ জন শ্রমিকের।
  • ক্রিকেট কিংবদন্তি শচীন তেন্ডুলকর সংসদে প্রথমবার বক্তৃতা দেওয়ার সুযোগ হারালেন। এদিন তাঁর বক্তৃতা দেওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক হট্টগোল রাজ্যসভার অধিবেশন মুলতবি হয়ে যাওয়ার তিনি বক্তব্য পেশ করতে পারলেন না।

আন্তর্জাতিক

  • পদত্যাগ করতে বাধ্য হলেন ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী ডেমিয়েন গ্রেন। কম্পিউটারে অনৈতিক ছবি দেখার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।
  • অস্ট্রেলিয়ার মেলবোর্নে পথচারীদের ভিড়ে ঢুকে পড়ল একটি গাড়ি। জখম হলেন ১৩ জন। এই ঘটনাকে জঙ্গি হানা বলে সন্দেহ করা হচ্ছে।
  • রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভায় জেরুজালেম নিয়ে মার্কিন উদ্যোগকে খারিজ করে দিল সদস্য রাষ্ট্রগুলি। এদিন ১২৮-৯ ভোটে ওই প্রস্তাব খারিজ হল। এই বিতর্ক নিয়ে জরুরি সভা ডাকা হয়েছিল। জেরুজালেম বিতর্কে ভারতও আমেরিকার বিরুদ্ধে ভোট দিল এদিন।
  • ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়নে জোর দিলেন পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। এই প্রথম তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে আলোচনাকে স্বাগত জানালেন। মনে করা হচ্ছে মার্কিন সেনার চাপেই তাঁর অবস্থান বদলানো। প্রসঙ্গত, ঘোষিত জঙ্গি হাফিজ সইদের ভোটে দাঁড়ানোর সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন বাজওয়া। এই ঘটনার কড়া সমালোচনা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র।

খেলা

  • ২০১৭ সালের ফিফা ‘টিম অব দ্য ইয়ার’ ঘোষিত হল জার্মানি। ভারত ১০৫ নম্বর ফিফা ক্রমতালিকায় বছর শেষ করল। বছরের শুরুতে ভারতের ক্রমতালিকা ছিল ১২৯।
  • রঞ্জি সেমিফাইনালে মাত্র ৫ রানে কর্নাটককে হারিয়ে দিল বিদর্ভ। প্রথমবার রঞ্জি ফাইনাল খেলার সুযোগ হারাল কর্নাটক। ফাইনালে বিদর্ভের প্রতিপক্ষ দিল্লি।

বিবিধ

  • প্রয়াত হলেন বিশিষ্ট সংগীত শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায় (৮৩)। ১৯৭৪ সালে তাঁর রেকর্ড করা ‘এ কোন সকাল’ গানটি এখনও জনপ্রিয়। ২০১৩ সালে রাজ্য সংগীত আকাদেমি তাঁকে জ্ঞানপ্রকাশ ঘোষ পুরস্কার প্রদান করে।
  • ন্যাসকম এবং ডেটা সিকিউরিটি কাউন্সিল অব ইন্ডিয়া প্রদত্ত এক্সিলেন্স পুরস্কার পেল কলকাতা পুলিশ।
  • শঙ্করাচার্য হওয়ার জন্য আবেদন জানালেন একজন সন্ন্যাসিনী। উত্তরাখণ্ডের জ্যোতির মঠের শঙ্করাচর্য হওয়ার জন্য আবেদন জানালেন নেপালের অনন্ত বিভূতি সাধ্বী হেমানন্দ গিরি। তিনি নেপালের ঝাপা জেলার গৌরিগঞ্জের বৈদিক সূর্য শিবন্যা মঠের অধ্যক্ষা। প্রসঙ্গত, জ্যোতির মঠ, পুরীর গোবর্ধন মঠ, কর্ণাটকের শারদা পীঠ এবং গুজরাটের দ্বারকা পীঠের অধ্যক্ষরাই শঙ্করাচার্য উপাধি পান।
  • ২০১৭ সালের সাহিত্য আকাদেমি পুরস্কার প্রাপক ২৪ জনের নাম ঘোষিত হল। ইংরেজিতে (ব্ল্যাক হিল বইয়ের জন্য) নিরঞ্জন মিশ্র, ভুজঙ্গ টুডু সাঁওতালি ভাষায়, রমেশ কুন্তল মেঘ হিন্দি ভাষায় লেখার জন্য আকাডেমি পুরস্কার পাচ্ছেন।
  • ২০১৬-১৭ অর্থবর্ষে সাধারণ গৃহস্থ মানুষের ব্যাঙ্কে জমা দেওয়া অর্থের পরিমান ১৪.১৪ শতাংশ বেড়ে হয়েছেন ৬৯.১ লক্ষ কোটি টাকা।