কারেন্ট অ্যাফেয়ার্স ২১ মে ২০২০

1019
0

আন্তর্জাতিক

  • বাংলাদেশের বরিশাল, ভোলা, পটুয়াখালি, সন্দ্বীপ, যশোর, ফিরোজপুর জেলা জুড়ে তাণ্ডব চালাল ঘূর্ণিঝড় আমপান৷ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্র জানিয়েছে৷ বাংলাদেশে সর্বোচ্চ ১২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড় প্রবাহিত হয়েছে৷
  • বিশ্বজুড়ে করোনা ভাইরাস সংক্রমণে ৩২৩৫১১ জনের মৃত্যু হয়েছে৷ ৫১,৫৪,৭৩৮ জন আক্রান্ত হয়েছেন৷ মহামারী এবং দীর্ঘ লকডাউনে ক্ষতিগ্রস্ত ১০০টি উন্নয়নশীল দেশকে অর্থসাহায্যের প্রতিশ্রুতি দিলেন বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট ডেভিড মালপাস৷ এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সমীক্ষা জানাল সেখানে অ্যাফ্রো-মার্কিনরাই বেশি আক্রান্ত হচ্ছেন করোনায়৷ সেখানে প্রায় ৯৬ হাজার মানুষের প্রাণ নিয়েছে এই সংক্রমণ৷

 

জাতীয়

  • পশ্চিমবঙ্গে অন্তত ৪০০ কিলোমিটার এলাকা জুড়ে তাণ্ডব চালিয়েছে সুপারসাইক্লোন আমপান৷ মৃত্যু হয়েছে ৮০ জনের৷ শুধু কলকাতাতেই ১৯ জনের প্রাণহানি হয়েছে ঝড়ে৷ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে রয়েছে৷ বিচ্ছিন্ন হয়ে রয়েছে অধিকাংশ স্থানের টেলিফোন সংযোগও৷ বিদ্যুৎ না থাকায় এবং ঝড়ের ক্ষয়ক্ষতিতে মোবাইল ফোনের যোগাযোগও বন্ধ৷ ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রাথমিকভাবে ১ হাজার কোটি টাকা বরাদ্দের কথা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জলমগ্ন হয়ে পড়ল কলকাতার নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমান বন্দর৷ ওড়িশার কেন্দ্রাপাড়া, জগৎসিংহপুরেও প্রভূত ক্ষতি করেছে আমপান৷
  • দেশে করোনা ভাইরাসে ১,১২ ৩৫৯ জন আক্রান্ত হয়েছেন৷ ৩,৪৩৫ জনের মৃত্যু হয়েছে৷ গত ২৪ ঘণ্টায় ৫,৬০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মতে বিশ্বে ৬.৬৫ শতাংশ হলেও ভারতে করোনায় মৃত্যুর হার ৩.০৬ শতাংশ৷

 

 

বিবিধ

  • ২৪ আগস্ট মধ্যরাত পর্যন্ত দেশে বিমান চলাচলে নির্দিষ্ট বিধি জারি করল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক৷ প্রতিটি উড়ানের জন্য ভাড়ার উর্ধ্বসীমা বেঁধে দেওয়া হল৷ যাত্রীদের জন্যও একগুচ্ছ নিদের্শিকা জারি করা হয়েছে৷ দেশে এই প্রথম বাণিজ্যিক বিমানের ভাড়া বেঁধে দেওয়া হল৷

 

 

খেলা

  • বিহারের ১৫ বছরের মেয়ে জ্যোতি কুমারীকে সাই তাদের কেন্দ্রে অনুশীলনের প্রস্তাব দিল৷ অসুস্থ বাবাকে সাইকেলে চাপিয়ে গুরুগ্রাম থেকে ১১,২০০ কিমি অতিক্রম করে গ্রামে ফিরেছে সে৷
  • সৌরভ গঙ্গোপাধ্যায়কে আইসিসি সভাপতি পদে দেখতে চান বলে মন্তব্য করলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ৷