কারেন্ট অ্যাফেয়ার্স ২১ সেপ্টেম্বর ২০১৯

885
0

আন্তর্জাতিক

  • নিউইয়র্কে ম্যানহাটনের রাস্তায় পরিবেশ আন্দোলনকারীদের ভিড় উপচে পড়ল। ১৬ বছর বয়সসী সুইডিশ পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গের ডাকে হাজার-হাজার পড়ুয়া পথে নেমে বিক্ষোভ দেখাল। একদিন আগেই বিশ্বের দেড়শোর বশি দেশের পড়ুয়া পথে নেমে বিক্ষোভ দেখিয়েছিল। পরিবেশ রক্ষায় সরকার উদ্যোগী হোক, এটাই তাদের দাবি।
  • চিনের ক্রমবর্ধমান সামরিক শক্তি গোটা দুনিয়ার কাছেই অশনিসংকেত বলে মন্তব্য করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

 জাতীয়

  • মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। ২১ অক্টোবর নির্বাচন হবে। ফল প্রকাশিত হবে ২৪ অক্টোবর। হরিয়ানায় ৯০ ও মহারাষ্ট্র ২৮৮ আসনের জন্য ভোট নেওয়া হবে।
  • পণের জন্য অত্যাচারর অভিযোগ উঠল মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এন রামমোহন রাওয়ের বিরুদ্ধে। এই অভিযোগ করলেন তাঁর পুত্রবধূ সিন্ধু শর্মা। সিন্ধুর অভিযোগ, প্রভাবশালী শ্বশুরের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থাই নেয়নি।
  • গুজরাট হাইকোর্টের বিচারপতি আকিল কুরেশিকে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগের সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। কেন্দ্রীয় সরকার সেই সুপারিশ ফেরত পাঠিয়েছিল। এবার তাঁকে ত্রিপুরা হাইকোর্টের প্রধানবিচারপতি করার জন্য সুপারিশ করল কলেজিয়াম।

বিবিধ

  • ভারত থেকে অস্কারের জন্য মনোনয়ন গেল জোয়া আখতার পচিালিত ‘গাল্লি বয়’। এটি প্রথম প্রদর্শিত হয়েছে বর্লিন চলচ্চিত্র উৎসবে। ইতিমধ্যেই বিশ্বে ২৩৮ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার জুরি কমিটির চেয়ারপার্সন অপর্ণা সেন এদিন জানালেন, আসন্ন ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড প্রতিযোগিতার জন্য বিদেশি ছবি বিভাগে ভারত থেকে বেছে নেওয়া হল ‘গাল্লি বয়’কে। এ ক্ষেত্রে ২৭টি ছবির মধ্যে থেকে এই ছবিটিকে বেছে নেওয়া হল।

খেলা

  • বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে রুপো জিতলেন অমিত পাঙ্গাল। এই প্রথম কোনো ভারতীয় পুরুষ বক্সার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে রুপোর পদক জিতলেন। ৫২ কেজিতে পাঙ্গাল ছাড়াও এবার ৬৩ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন মণীষ কৌশিক। ফলে রাশিয়ার ইকেটরিনবার্গ থেকে ভারত এবার ২টি পদক নিয়ে ফিরছে। অতীতে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে একটি ব্রোঞ্জের বেশি পদক পায়নি ভারত।
  • ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার সিটি ৮-০ গোলে ওয়ার্ট ফোর্ডকে হারাল। প্রথম খোলটি খেলা শুরুর ৫২ সেকেন্ডের মাথায়। ২৪ বছর পর এত বড় জয় পেল তারা।
  • পুনরায় সিএবি সভাপতি নির্বাচিত হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ওই পদে একমাত্র তিনিই মনোনয়ন পত্র জমা করলেন।
  • কাজাখস্তানের নুর মুলতানে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে চতুর্থ পদকটি নিশ্চিত করলেন দীপক পুনিয়া। এই প্রতিযোগিতায় এতদিন ভারতের সর্বোচ্চ সাফল্য ছিল তিনটি পদক।