কারেন্ট অ্যাফেয়ার্স ২২ এপ্রিল ২০১৮

505
0
current-affairs-22042018-picture

জাতীয়

  • মহারাষ্ট্রের গড়চিরৌলিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৬ জন মাওবাদীর মৃত্যু হল। পুলিশের ‘সি-৬০’ বাহিনীর কম্যান্ডোরা এই অভিযানে নিয়েছিলেন। নিহতদের মধ্যে দুজন শীর্ষস্থানীয় মাওবাদী নেতা বলে জানানো হল।
  • সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হলেন সীতারাম ইয়েচুরি।

আন্তর্জাতিক

  • আফগানিস্তানে জোড়া জঙ্গি হামলায় মৃত্যু হল ৬৩ জনের। আত্মঘাতী বিস্ফোরণের দুটি ঘটনাই নির্বাচনের জন্য ভোটার তালিকায় নাম নথিভুক্তিকরণ কেন্দ্রে। আগামী অক্টোবর মাসে সাধারণ নির্বাচন হওয়ার কথা আফগানিস্তানে।
  • ১১৭ বছর বয়সে প্রয়াত হলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি নবি তাজিমা। জাপানের নাগরিক তাজিমার জন্ম হয়েছিল ১৯০০ সালের ৪ আগস্ট।
  • অবশেষে সিরিয়ার দুমা থেকে নমুনা সংগ্রহ করলেন রাষ্ট্রসঙ্ঘের ‘দ্য অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপনস’-এর সদস্যরা। দুসপ্তাহ আগে সেখানে রাসায়নিক অস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠেছে সিরিয়া সরকারের বিরুদ্ধে।

খেলা

  • কোপা দেল রে ফাইনালে চ্যাম্পিয়ন হল বার্সেলোনা। মাদ্রিদে এদিন তারা ফাইনালে ৫-০ গোলে হারাল সেভিয়াকে।
  • নেপালের ললিতপুরে আয়োজিত সাউথ এশিয়ান জুডো চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের সুশীলা দেবী, কল্পনা দেবী থাউডম, এ অনিতা চানু এবং সুরীবালা দেবী।

বিবিধ

  • লন্ডন ও সিঙ্গাপুরে শাখা খোলার সিদ্ধান্ত জানাল ইয়েস ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কাছে তারা বিদেশে শাখা খোলার যে অনুমোদন চেয়েছিল তা পাওয়া গেছে বলে জানা গেল।
  • নীরব মোদীর ফায়ারস্টার ডায়মন্ড সংস্থাটি তাদের দেউলিয়া ঘোষণা করতে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে যে আবেদন জানিয়েছিল তা ঠেকাতে পদক্ষেপ নিয়েছে ভারত। কেন্দ্রীয় আইন প্রতিমন্ত্রী পি পি চৌধুরী এদিন একথা জানালেন।
  • ২০১৮-১৯ শিক্ষাবর্ষে নবম-দ্বাদশ শ্রেণিতে প্রতিদিন একটি করে খেলার পিরিয়ড রাখার সিদ্ধান্ত জানালেন সিবিএসই কর্তৃপক্ষ।
  • তেলুগু কবি ও সুরকার বালানত্রাপু রজনীকান্ত রাও (৯৮) প্রয়াত হলেন। তিনি আকাশবাণীর সিগনেচার টিউনের স্রষ্টা।