কারেন্ট অ্যাফেয়ার্স ২২ জুলাই ২০১৮

479
0

জাতীয়

  • গবেষণা, আবিষ্কার, আবিষ্কারের স্বত্ব, পরামর্শ দান প্রভৃতি থেকে আয়ের নিরিখে গত ৩ বছরের হিসাবে শ্রেষ্ঠ ৩টি স্থান পেল বম্বে, মাদ্রাজ ও দিল্লি আইআ€ইটি। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এই তথ্য জানাল।

 আন্তর্জাতিক

  • আত্মঘাতী জঙ্গিহানা থেকে এক চুলের জন্য প্রাণে বাঁচলেন আফগানিস্তানের উপ রাষ্ট্রপতি আবদুল রশিদ দোস্তুম। কাবুল বিমানবন্দর চত্বরে এই হামলা চালানো হয়। মৃত্যু হল অন্তত ১৪ জনের। প্রায় একবছর নির্বাসনে থাকার পর এদিনই দেশে ফেরেন তিনি।
  • বাংলাদেশের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির নেতা হুসেইন মহম্মদ এশরাদ ভারত সফরে এসে বৈঠক করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে।
  • ‘মার্কিন যুক্তরাষ্ট্র জেনে রাখুক, ইরানের সঙ্গে শান্তি মানে নির্মলতম শান্তি এবং ইরানের সঙ্গে যুদ্ধ মানে ভয়ঙ্করতম যুদ্ধ।’— এদিন এই ভাষাতেই মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন ইরানের রাষ্ট্রপতি হাসান রৌহানি।

খেলা

  • ইতিহাস গড়লেন লক্ষ্য সেন। এশিয়ান জুনিয়ার ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন তিনি। এদিন জাকার্তায় তিনি পুরুষদের সিঙ্গলসের ফাইনালে পরাস্ত করলেন প্রতিযোগিতার শীর্ষ বাছাই থাইল্যান্ডের কুনলাভুট থিটিডসার্নকে (২১-১৯, ২১-১৮)। ভারতের লক্ষ্য সেন ছিলেন প্রতিযোগিতার ষষ্ঠ বাছাই। এশিয়ান জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারত শেষবার সোনা জিতেছিল ৫৩ বছর আগে। ১৯৬৫ সালে পুরুষদের সিঙ্গলসে সোনা জিতেছিলেন গৌতম ঠাক্কার। ২০২২ সালে মেয়েদের সিঙ্গলসে সোনা জিতেছিলেন পি ভি সিন্ধু।
  • জুনিয়র এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের শচীন রাঠি ও দীপক পুনিয়া। এই প্রতিযোগিতায় প্রথম তিনটি স্থান পেল যথাক্রমে ইরান, ভারত, উজবেকিস্তান।
  • ২০২০ টোকিও অলিম্পিক গেমসের এবং প্যারাঅলিম্পিক গেমসের ম্যাসকট প্রকাশিত হল। এদের নাম যথাক্রমে মিরাইতোয়া (এর অর্থ ভবিষ্যৎ ও অমরত্ব) এবং সোমেইতি (বৈচিত্র্য)।
  • নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হকি দল ৩ ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতল। এদিন শেষ ম্যাচে ভারত ৪-০ গোলে জয়ী হল।
  • একদিনের আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তান ৫-০ ব্যবধানে জিম্বাবোয়েকে হারাল।
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন জার্মানির মেসুট ওজিল।

বিবিধ

  • সুকন্যা সমৃদ্ধি প্রকল্পে বার্ষিক ১০০০ টাকার পরিবর্তে ন্যূনতম জমার পরিমাণ বার্ষিক ২৫০ টাকা করল কেন্দ্র।
  • বাহারিন, কুয়েত, সিঙ্গাপুরে শাখা খোলার জন্য ফেডালের ব্যাঙ্ককে সায় দিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এর আগে দুবাই ও আবু ধাবিতে শাখা খুলেছে ফেডারেল ব্যাঙ্ক।
  • ছোট ও মাঝারি সংস্থাগুলিকে ‘উদ্যোগ আধার নম্বর’ দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানাল কেন্দ্র।