কারেন্ট অ্যাফেয়ার্স ২২ জুন, ২০১৯

571
0
Current Affairs 22 June 2019

আন্তর্জাতিক

  • শ্রীলঙ্কায় জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি পেল। ইস্টারের সময় জঙ্গি হামলার জেরে সেখানে জরুরি অবস্থা জারি করেছিলেন রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা।
  • মার্কিন–ইরান সম্পর্কে উত্তেজনার মধ্যেই মার্কিন চর সন্দেহে ধৃত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রকে ঠিকাদারের কাজ করা জালাল হাজি জাভর নামের ওই ব্যক্তি সিআইএ-র হয়ে চরবৃত্তিতে দোষী সাব্যস্ত হয়েছিলেন।
  • ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)-এর কালো তালিকাভুক্ত করা গেল না পাকিস্তানকে। সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে আর্থিক মদত বন্ধ করতে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় পেল তারা।
  • ফ্লোরিডায় শেষ হল এফএটিএফ-এর ৫ দিনের বৈঠক। ব্রিটেন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্রের আনা সংশ্লিষ্ট প্রস্তাবে তুরস্ক, চিন, মালয়েশিয়ার সাহায্যে রক্ষা পেল পাকিস্তান।

জাতীয়

  • ২০০৯ সালে ভারতীয় বায়ুসেনার প্রশিক্ষণ বিমান কেনার চুক্তিতে দুর্নীতির অভিযোগে মামলা করল সিবিআই। ২৮৯৫.৬০ কোটি টাকায় ৭৫টি প্রশিক্ষণ বিমান কেনার কথা ছিল সুইস সংস্থা পিলেটাস এয়ারক্র্যাফ্ট লিমিটেডের সঙ্গে। ওই সংস্থা প্রতিরক্ষা মন্ত্রক ও বায়ুসেনার কয়েকজন কর্তাকে ৩৩৯ কোটি টাকা ঘুষ দিয়েছিল বলে অভিযোগ।
  • সুপ্রিমকোর্টে বিচারপতির সংখ্যা বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। ১৯৮৮ এবং ২০০৯ সালে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বাড়ানো হয়েছিল।

বিবিধ

  • লেখক অমিতাভ ঘোষ তাঁর নতুন উপন্যাস ‘গান আইল্যান্ড’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কলকাতায়। জলবায়ু পরিবর্তনের প্রসঙ্গ রয়েছে নতুন উপন্যাসে। রয়েছে শরণার্থী সমস্যার কথাও।
  • ত্রিপুরার গোমতী জেলায় সবুজায়নের সরকারি প্রকল্পে ১ মিনিটে ৬৫০০ চারাগাছ রোপণ করা হল। রাস্তার ধারে গৃহ যাঁদের, তাঁদের গাছ লাগানোর জন্য ও সবুজ রক্ষায় প্রতিমাসে ২০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত জানানো হল।

খেলা

  • বিশ্বকাপ ক্রিকেটে তুমুল লড়াই করে আফগানিস্তানের বিরুদ্ধে ১১ রানে জয়ী হল ভারত। বিশ্বকাপ ক্রিকেটে এটি ভারতের ৫০তম জয়। ম্যান অব দ্য ম্যাচ হলেন যশপ্রীত বুমরা (১০-১-৩৯-২)।প্রথমে ব্যাট করে ভারতের সংগ্রহ ছিল ২২৪ রান। ম্যাচের শেষ ওভারে হ্যাটট্রিক করলেন ভারতের মহম্মদ শামি।১৯৮৭ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চেতন শর্মার পর দ্বিতীয় কোনো ভারতীয় এই কৃতিত্ব দেখালেন। বিশ্বকাপের ইতিহাসে এটি দশম হ্যাট্রিক। এদিন অপর ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫ রানে হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ।কার্লোস ব্রাথওয়েট শতরান (১০১) করেও দলকে জেতাতে পারলেন না।
  • ভারতের মহিলা হকি দল এফআইএইচ সিরিজ ফাইনালস প্রতিযোগিতার সেমিফাইনালে চিলিকে ৪-২ গোলে হারাল ভারতীয় দল । ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে আয়োজক দেশ জাপান।
  • কোপা আমেরিকায় চিলি ২-১ গোলে ইকুয়েডরকে হারিয়ে দিল। গতবারের চ্যাম্পিয়ন চিলি এবার কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত করল।
  • জিম্বাবোয়ে সরকার সে দেশের ক্রিকেট বোর্ডকে সাসপেন্ড করল।
  • ভারতের মহিলা রাগবি দল এশিয়ার রাগবি প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতল।