কারেন্ট অ্যাফেয়ার্স ২২ জুন ২০২০

1098
0

আন্তর্জাতিক

  • গত ২৪ ঘণ্টায় বিশ্বে রেকর্ড সংখ্যক মানুষ করোনা ভাইরাসে সংক্রমিত হলেন৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ওই সংখ্যাটি হল ১৮৩০২০৷ সমগ্র বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৯১২৪০০২ জন৷ প্রাণহানি হয়েছে ৪৭২০৬৮ জনের৷ সুস্থ হয়ে উঠেছেন ৪৮৮৮৩১৬ জন৷ ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ পেরিয়ে গেছে৷ সেখানে মৃতের সংখ্যা ৫০ হাজার অতিক্রম করেছে৷ হু- এর প্রধান টেডরস অ্যাডানম গেব্রিয়েসসাস বললেন, করোনা সংক্রমণ আরও কয়েক দশক ভোগাবে আমাদের৷ মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৩৬৬১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ এদিকে নাইজেরিয়ার একদল বিজ্ঞানীর দাবি, তাঁদের প্রতিষেধক তৈরির কাজ অনেকটাই এগিয়েছে৷

 

 

জাতীয়

  • লাদাখে ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার মোল্ডি আউট পোস্টে দু দেশের সেনা কম্যান্ডার স্তরে বৈঠক হল৷ ১১ ঘণ্টার বৈঠক থেকে কোন সমাধান সূত্র বেরোয়নি৷ ইতিমধ্যে ভারত কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল বসিয়েছে সীমান্তে৷ প্রসঙ্গত, ভারত চিন সীমান্তের দৈর্ঘ্য ৩৪৮৮ কিমি৷ এর প্রায় পুরোটাই পার্বত্য এলাকা৷ এই পরিস্থিতিতে কূটনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ‘শব্দ ব্যবহারের তাৎপর্য’ সম্বন্ধে সচেতন থাকার জন্য পরামর্শ দিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে৷
  • দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে রেকর্ড ৪৪৫ জনের মৃত্যু হল৷ মোট প্রাণহানির সংখ্যা ১৩৬৯৯৷ মোট আক্রান্ত হয়েছেন ৪২৫২৮২ জন৷ সংক্রমণের নিরিখে ব্রিটেনকে টপকে বিশ্বে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত৷ সুস্থ হয়েছেন ২৩৭১৯৫ জন৷ সুস্থতার হার ৫৫.৭৭ শতাংশ৷ দেশে আক্রান্তের সংখ্যায় তামিলনাড়ুকে টপকে দ্বিতীয় স্থানে চলে এল দিল্লি৷ শীর্যে রয়েছে মহারাষ্ট্র৷
  • কঠোরভাবে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি মেনে পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা আয়োজনের অনুমতি দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চ৷ এর অঙ্গ হিসাবে পুরী অভিমুখী যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে এবং কারফিউ মোতায়েন করা হয়েছে৷

 

 

বিবিধ

  • নিয়োলিথিক যুগের মানুষের হাতে তৈরি ৪৫০০ বছরের পুরনো প্রত্ন সামগ্রীর খোঁজ মিলল ব্রিটেনের উইল্টশায়ারে৷ বিশ্ববিখ্যাত স্টোনহেঞ্চের ২ কিলোমিটারের মধ্যে আরও কিছু স্তম্ভ খুঁজে পাওয়া গেল৷ এগুলি ৩৩ ফুট দীর্ঘ, ৫ মিটার গভীর৷ নির্মাণের বিশালতা থেকে বিস্মিত হয়ে গেলেন পুরাতত্ত্ব বিশেষজ্ঞরা৷

 

 

খেলা

  • সার্বিয়ার বেলগ্রেডে নোভাক জোকোভিচের উদ্যোগে প্রদর্শনী টেনিস প্রতিযোগিতা আয়োজনের পরই সেখানে অংশগ্রহণকারী কয়েকজন করোনা ভাইরাসে সংক্রমিত হলেন৷ তার মধ্যে রয়েছেন গ্রিগর দিমিত্রভ, বোর্না চোরিচ প্রমুখ৷
  • ডিফেন্ডার হিসাবে লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হওয়ার নজির গড়লেন সেখিও র্যামোস৷ এদিন রিয়াল সোসিদাদের বিরুদ্ধে একটি গোল করার পর র্যামোসের গোল সংখ্যা হল ৬৮টি৷ রিয়াল মাদ্রিদ অধিনায়ক ভাঙলেন রোনাল্ড বোম্যানের রেকর্ড৷