আন্তর্জাতিক
- আর্থিক দুর্নীতি ও প্রতারণা মামলায় এক শিল্পপতিকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হল ইরানে। সেই দৃশ্য সম্প্রচারিত হল সরকারি সংবাদ মাধ্যমে। যাঁকে ফাঁসি দেওয়া হল সেই হামিদরেজা ‘সুলতান অব বিটুমেন’ বলে পরিচিত ছিলেন। দুর্নীতির অভিযোগে এই নিয়ে তৃতীয় কোনো শিল্পপতিকে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলাল ইরান।
- পুনরায় শাট-ডাউন হল মার্কিন যুক্তরাষ্ট্রে। ফলে প্রায় ৮ লক্ষ সরকারি কর্মীকে বিনাবেতনে ছুটিতে যেতে হচ্ছে। সরকারি বাজেট পাশ না হওয়ায় এই পরিস্থিতি হল। তবে এই পরিস্থিতি কার্যত ডেকে আনলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো সীমান্তে পাঁচিল তোলার জন্য ডেমোক্র্যাটরা ৫৭০ কোটি ডলার বরাদ্দে সম্মত না হওয়ায় অন্যান্য দপ্তরের বাজেট বরাদ্দ অনুমোদন আটকে দিয়েছেন তিনি।
জাতীয়
- দক্ষিণ কাশ্মীরের অবন্তীপুরায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল আল কায়দার সহযোগী আনসার গাজওয়াত উল হিন্দের ৬ কট্টর জঙ্গির।
- ৪০টি পণ্যের জিএসটি কমানো হল। ৭টি পণ্যের জিএসটি ২৮ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হল। জিএসটি পরিষদের ৩১তম বৈঠকের পর এই সিদ্ধান্ত জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
- ওগুস্তা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি চপার মামলায় ক্রিশ্চিয়ান মিচেলকে গ্রেপ্তার করল ইডি। গত ৪ ডিসেম্বর তাকে সংযুক্ত আরব আমিরশাহি থেকে ভারতে আনা হয়েছিল।
বিবিধ
- মিসেস ইউনিভার্স হলেন স্মিতা দেব। ফিলিপিন্সের সেবুতে আয়োজিত মিসেস ইউনিভার্স প্রতিযোগিতায় তিনি ৮৮ জনের মধ্যে শ্রেষ্ঠ স্থান পেলেন। অসমের কোকরাঝোড় সায়েন্স কলেজের সহকারী অধ্যাপক স্মিতা দেবী আদতে বাঙালি। তাঁর স্বামী আইপিএস অফিসার তথা বোরোল্যান্ড এলাকার আইজি অনুরাগ আগরওয়াল।
খেলা
- ফিফা ওয়ার্ল্ড ক্লাব কাপ চ্যাম্পিয়ন হল রিয়াল মাদ্রিদ। এদিন আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে তারা ফাইনাল ম্যাচে ৪-১ গোলে হারাল সংযুক্ত আরব আমির শাহির দল আল আইনকে। এই নিয়ে চতুর্থবার এই ট্রফি জিতল রিয়াল মাদ্রিদ। আগে ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। বার্সেলোনা ৩ বার এই ট্রফি জিতেছিল।
- বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতল ওয়েস্ট ইন্ডিজ।
- আই লিগে চেন্নাই এফসি-কে ১-০ গোলে হারাল রিয়াল কাশ্মীর এফসি।