কারেন্ট অ্যাফেয়ার্স ২২ ফেব্রুয়ারি, ২০১৯

567
0

আন্তর্জাতিক

  • সন্ত্রাসে আর্থিক মদত দেওয়ার প্রশ্নে পাকিস্তানকে ধূসর তালিকায় রাখল ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। গত বছরের জুন মাস থেকে এই তালিকায় রয়েছে তারা। প্যারিসে সংস্থার সাধারণ বৈঠকের পর এদিন তারা জানিয়েছে, চলতি বছরের জুন ও অক্টোবরে পুনরায় তাদের ভূমিকা খতিয়ে দেখা হবে। সন্ত্রাসে মদত বন্ধে পাকিস্তান যে প্রতিশ্রুতি দিয়েছে তা রক্ষা করতে না পারলে তাদের কালো তালিকাভুক্ত করা হবে।
  • ঢাকায় যে বহুতলে অগ্নিকাণ্ড হয়েছে তার নাম ওয়াহিদ ম্যানসন।সরকারি সূত্রে দাবি করা হল, মৃতের সংখ্যা ৬৭। তবে বেসরকারি মতে সংখ্যাটি শতাধিক।
  • পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রাক্তন প্রধান আসাদ দুরানিকে সামরিক বিধিভঙ্গে দোষী সাব্যস্ত করল পাক সেনা। প্রসঙ্গত, ভারতীয় গুপ্তচর সংস্থা `র’ এর প্রাক্তন প্রধান এ আর দুলাতের সঙ্গে কথোপকথনের ওপর ভিত্তি করে `স্পাই ক্রনিকলস’র, আইএসআই অ্যান্ড দ্য ইলিউশন অব পিসট’ বইটি লিখেছিলেন তিনি।

 

জাতীয়

  • দক্ষিণ কোরিয়া সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে ২০১৮ সালের সোল শান্তি পুরস্কার দেওয়া হল। পুরস্কার মূল্য-এর ২ লক্ষ ডলার নমামি গঙ্গে প্রকল্পে ব্যয় করার কথা বললেন তিনি।
  • পুলওয়ামা কাণ্ডের জেরে কাশ্মীরিদের ওপর কোনো নিগ্রহের ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে কেন্দ্র সরকার এবং ১০টি রাজ্যকে নির্দেশ দিল জাতীয় মানবাধিকার কমিশন।

 

বিবিধ

  • আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন তথা বরখাস্ত হওয়া সিইও ছন্দা কোচড়-এর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে তাঁর স্বামী দীপক কোচড় এবং ভিডিওকন গোষ্ঠীর এমডি বেণুগোপাল ধুতের বিরুদ্ধে।

 

 খেলা

  • ঘরের মাঠে মহিলাদের ক্রিকেটে ভারত প্রথম একদিনের ম্যাচে ৬৬ রানে হারাল ইংল্যান্ডকে।৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন বাঁ হাতি স্পিনার একতা বিস্ত।
  • পুলওয়ামা কাণ্ডে ভারত শ্যুটিং বিশ্বকাপে পাকিস্তানের প্রতিযোগীদের ভিসা দেয়নি। এতে ক্ষোভ প্রকাশ করল আন্তর্জাতিক অলিম্কি সংস্থা। এর ফলে ভবিষ্যতে কোনো বড় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সুযোগ হারাতে পারে ভারত।
  • সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলা দ্বিতীয় ম্যাচে হেরে গেল কর্নাটকের কাছে।