কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ আগস্ট ২০১৯

530
0

আন্তর্জাতিক

  • আন্তর্জাতিক সংস্থা ‘ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স’ পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করল। ওই সংস্থার এশীয় প্রশান্ত মহাসাগরীয় গোষ্ঠীর তরফে এই পদক্ষেপ নেওয়া হল। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় দুদিনের বৈঠকে ঠিক হয়েছে, ‘বর্ধিত কালো তালিকা’তে পাকিস্তানের নাম অন্তর্ভুক্ত করা হবে। সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে অর্থ সাহায্য ও অর্থ তছরুপের ১১টি মাপকাঠির ১০টিতেই এবং সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ৪০টি মাপকাঠির ৩২টিতে পাকিস্তান ব্যর্থ হয়েছে।
  • পাকিস্তানের দুর্নীতি দমন আদালতের বিচারক আরসাদ মালিকের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে তিনি দোষী সাব্যস্ত করেছিলেন।

জাতীয়

  • রাজ্যসভার সদস্য হিসাবে শপথ নিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। রাজস্থান থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়লাভ করেছেন।
  • উত্তর ২৪ পরগনার কচুয়ায় পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৫ জন পুণ্যার্থীর। জখম হয়েছেন অন্তত ১৮ জন। জন্মাষ্টমী উপলক্ষে লোকনাথধামে অসংখ্য পুণ্যার্থীর সমাগম হয়েছিল।
  • ফ্রান্স সফরে গিয়ে মঁ ব্লঁ পর্বতের পাদদেশে স্মৃতিসৌধের উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯৫০ এবং ১৯৬৬ ফ্রান্সে এয়ার ইন্ডিয়ার দুটি বিমান ভেঙে নিহত ভারতীয়দের (তাঁদের মধ্যে পরমাণু বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবা-ও ছিলেন) স্মৃতিতে ওই সৌধ গড়া হয়েছে। এদিন ইউনেস্কোর সদর দপ্তরে মোদী্কে সংবর্ধনা দেন প্রবাসী ভারতীয়রা।

বিবিধ

  • ‘অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে চলেছে ভারত। গত ৭০ বছরের মধ্যে এত খারাপ অর্থনৈতিক পরিস্থিতি এই প্রথম।’ এই মন্তব্য করলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার। এরপরই ব্যাঙ্ক ও আর্থিক সংস্থাগুলিকে ৭০ হাজার কোটি টাকার নগদ জোগানোর সিদ্ধান্ত জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

খেলা

  • ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৯৭ রান করল ভারত। অ্যান্টিগায় এই টেস্টে ভারতের হয়ে সর্বোচ্চ রান করলেন অজিঙ্ক রাহানে (৮১)।
  • অ্যাশেজ সিরিজে হেডিংলে টেস্টে ব্যাটিং ভরাডুবি হল ইংল্যান্ডের। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৭৯ রানের জবাবে তাদের প্রথম ইনিংস মাত্র ৬৭ রানে গুটিয়ে গেল। দেশের মাটিতে টেস্টে এটি তাদের চতুর্থ সর্বনিম্ন স্কোর।
  • ভারতের ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরিকে ৬ মাসের জন্য সাসপেন্ড করল ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা)। ২০০৮ সালে ওয়াডার স্বীকৃতি পেয়েছিল এই সংস্থা।