কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ এপ্রিল, ২০১৯

665
0
Current Affairs 24 April 2019

আন্তর্জাতিক

  • রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে ব্যক্তিগত ট্রেনে চড়ে রাশিয়া পৌঁছলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিম জং উন। তাঁর ট্রেন এদিন থামল রাশিয়ার বন্দর শহর ভ্লাদিভস্তকে। কিমের এটি প্রথম রাশিয়া সফর।
  • শ্রীলঙ্কায় ইস্টার রবিবারে জঙ্গি হামলায় মৃতের সংখ্যা বেড়ে হল ৩৫৯। ওই জঙ্গিহানার বিষয়ে শ্রীলঙ্কার ও ভারতীয় গোয়েন্দাদের সতর্কবার্তা থাকলেও প্রতিরক্ষা মন্ত্রক তাতে কর্ণপাত করেনি বলে অভিযোগ করলেন খোদ রাষ্ট্রপতি মৈত্রিপালা সিরিসেনা।
  • ইন্টারপোলের প্রাক্তন প্রধান মেং হংয়েইকে গ্রেপ্তার করল চিন। দুর্নীতির অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। এর আগে তিনি ছিলেন চিনের জনসুরক্ষা প্রতিমন্ত্রী।

জাতীয়

  • রোহিত শেখরকে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী তথা সুপ্রিম কোর্টের আইনজীবী অপূর্বা শুক্লকে গ্রেপ্তার করা হল। উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা অন্ধ্রপ্রদেশের প্রাক্তন রাজ্যপাল এন ডি তেওয়ারির ছেলে রোহিত গত ১৬ এপ্রিল খুন হন, সেই দায়েই এই গ্রেপ্তার বলা হয়েছে।

বিবিধ

  • ২৩৪৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে সিবিআই লুক-আউট সার্কুলার জারি করল ভূষণ পাওয়ার অ্যান্ড স্টিলের চেয়ারম্যান আরতি সিঙ্ঘলের বিরুদ্ধে। এই জালিয়াতির শিকার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি।

খেলা

  • দোহায় অনুষ্ঠিত এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েদের ১৫০০ মিটার দৌড়ে সোনা জিতলেন ভারতের পি ইউ চিত্রা। এই প্রতিযোগিতায় এটি তৃতীয় সোনা ভারতের। এই বিভাগে ২ বছর আগের সোনা জিতেছিলেন চিত্রা। মেয়েদর ২০০ মিটার দৌড়ে দ্যুতি চাঁদ ব্রোঞ্জ জিতলেন। ১০০০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতলেন সঞ্জীবনী যাদব। মিক্সড রিলে ইভেন্টে রুপো জিতল ভারত (দলে ছিলেন মহম্মদ আনাস, এম আর পুভাম্মা, ভিকে ভিসমায়া, আরোকিয়া রাজীব)।
  • চিনের জিয়ানে আয়োজিত এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ৬৬ কেজি ফ্রিস্টাইলে অমিত ধানকার রুপো এবং ৬১ কেজি ফ্রিস্টাইলে রাহুল আওয়ার ব্রোঞ্জ জিতলেন।