কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ ফেব্রুয়ারি ২০২০

721
0

আন্তর্জাতিক

  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাথির মহম্মদ পদত্যাগ করলেন। ২০১৮ সালে নাজিব রজ্জাককে সরিয়ে তিনি এই পদে বসেন। জোট রাজনীতির বাধ্যবাধকতায় তাঁকে পদত্যাগ করতে হল বলে মনে করা হচ্ছে।
  • ইতালিতে দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে করোনা ভাইরাস। সেখানে ৭ জনের মৃত্যুর পাশাপাশি ১৫২ জন আক্রান্ত হয়েছেন। এদিকে চিনে করোনা ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে ২৫৯২ জনের। দক্ষিণ কোরিয়ার ৭ জনের।
  • হলিউডের প্রযোজক হার্ভি ওয়াইস্টিন মহিলাদের সঙ্গে আপত্তিকর আচরণ ও যৌন নিগ্রহের মামলায় নিউইয়র্কের আদালতে দোষী সাব্যস্ত হলেন।

 

জাতীয়

  • ভারত সফরে এলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমান বন্দরে তাঁকে স্বাগত জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্পের সঙ্গে তাঁর স্ত্রী মেলানিয়া, কন্যা ইভাঙ্কা, জামাতা জেরাল্ড কুশনার ও অন্যান্য প্রতিনিধিরা রয়েছেন। বিমানবন্দর থেকেই সরাসরি সবরমতি আশ্রমে যান ট্রাম্প। এরপর মোতেরা স্টেডিয়ামে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে অংশ নেন তিনি। আশ্রম থেকে স্টেডিয়াম পর্যন্ত ২২ কিমি পথ রোড-শো করেন ট্রাম্প। পথে ৩০টি মঞ্চে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এর পর সেখান থেকে আগ্রা চলে যান মার্কিন রাষ্ট্রপতি। গোধূলি আলোয় তাজমহল দর্শন করলেন ট্রাম্প। প্রসঙ্গত, ট্রাম্পের এই সফর ৩৬ ঘণ্টার।
  • নয়াদিল্লির জাফরাবাদ ও মৌজপুরে  সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক পুলিশকর্মী সহ ৪ জনের মৃত্যু হল।

 

বিবিধ

  • আফ্রো-মার্কিন গণিতজ্ঞ ক্যাথরিন জনসন প্রয়াত হলেন। বয়স হয়েছিল ১০১ বছর। নাসার প্রাঙ্গণ এই গণিতজ্ঞের নামে করা হয়েছে। ‘হিডেন ফিগারস’ ছবিটি তাঁর জীবন নিয়েই নির্মিত। তাঁকে বলা হত মানব কম্পিউটার।
  • ধস নামল শেয়ার বাজারে। একদিনে সেনসেক্স ৮০৬.৮৯ অঙ্ক এবং নিফটি ২৫১.৪৬ অঙ্ক হ্রাস পেল। এই ধস নাকি করোনা ভাইরাসের কারণে। অন্যদিকে বাজারে পাকা সোনার দাম ৪৪ হাজার ছুঁলো।

 

খেলা

  • প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ওড়িশাকে হারিয়ে প্রতিযোগিতার শেষ চারে পৌঁছ বাংলা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ৮ বারের রঞ্জি চ্যাম্পিয়ন কর্নাটক। অন্য সেমিফাইনালে খেলবে গুজরাট ও সৌরাষ্ট্র।
  • মহিলাদের টি২০ বিশ্বকাপ ক্রিকেটে ভারত ১৮ রানে হারাল বাংলাদেশকে। বাংলার ১৬ বছরের ক্রিকেটার রিচা ঘোষ এদিন প্রথম বিশ্বকাপ খেললেন। এদিন রিচার সংগ্রহ ১৪ বলে ১৪ রান।
  • ওয়েলিংটন টেস্টে ১০ উইকেটে হারল ভারত। নিউজিল্যান্ডে এর আগে ১৯৮৯-৯০ মরসুমে ক্রাইস্ট চার্চ টেস্টে ভারত ১০ উইকেটে হেরেছিল। সিরিজের প্রথম টেস্টে ম্যান অব দ্য ম্যাচ হলেন টিম সাউদি।