কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ মার্চ ২০২০

561
0

আন্তর্জাতিক

  • বিশ্বজুড়ে লাফিয়ে-লাফিয়ে বাড়ছে কোভিড-১৯ সংক্রমণের হার৷ বিশ্বের ১৯৬টি দেশে এই করোনা ভাইরাস সংক্রমণে ৪,০৮,৯১৩ জন আক্রান্ত হলেন৷ বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ১,৮,২৬০ জনের৷ ১,০৭,০৮৯ জন সুস্থ হয়ে যাওয়ায় এই মুহূর্তে সংক্রমণের সংখ্যা তাই ২,৮৫,০৮১৷ ইতালি, চিন, স্পেন, ইরান, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাণহানির সংখ্যা যথাক্রমে ৬৮২০, ৩২৭৭, ২৬৯৬, ১৯৯৩৪, ৮৬০, ৬৫৩৷
  • করোনা নিয়ে আতঙ্কের মধ্যেই চিনে অন্য এক ভাইরাসের সংক্রমণে এক ব্যক্তির মৃত্যু হল৷ এই ভাইরাসের নাম হান্টা ভাইরাস৷ ইঁদুরের মূত্র, মল ও মৃতদেহ থেকে এই ভাইরাস ছড়ায়৷ তবে এর প্রতিষেধক আছে এবং এর চরিত্র পরিচিত বলে জানা গেছে৷

 

জাতীয়

  • কোভিড-১৯ বা করোনা ভাইরাস সংক্রমণে ভারতে দশম মৃত্যুর ঘটনা ঘটল৷ মুম্বইয়ে মৃত্যু হল ৬৫ বছরের এক বৃদ্ধের৷ তিনি সম্প্রতি আরব আমিরশাহি থেকে ফিরেছিলেন৷ রোগ সংক্রমণের চেষ্টায় দেশের মোট ৫৪৮টি জেলায় লকডাউন করা হয়েছে৷ দেশে সংক্রমণের হার সবথেকে বেশি কেরল, মহারাষ্ট্র, কর্নাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান ও গুজরাটে৷ এই পরিস্থিতিতে রাজ্যসভা নির্বাচন স্থগিত ঘোষণা করল নির্বাচন কমিশন৷ সমগ্র পশ্চিমবঙ্গেই ৩১ মার্চ পর্যন্ত লকডাউন ঘোষণা করল প্রশাসন৷ এরপর জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৪ এপ্রিল পর্যন্ত সমগ্র দেশেই লক ডাউন ঘোষণা করলেন৷ দেশে এই সংক্রমণে ৫১৯ জন আক্রান্ত হয়েছেন৷
  • সাড়ে ৭ মাস পর মুক্তি পেলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা৷
  • দিল্লির শাহিনবাগ থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিল দিল্লি পুলিশ৷ সংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিক পঞ্জির বিরুদ্ধে এখানে লাগাতার প্রতিবাদ জানিয়ে এসেছেন কয়েক হাজার জন৷ এদিন ছিল বিক্ষোভের ১০১তম দিন৷

 

বিবিধ

  • ২০১৮-১৯ অর্থবর্ষে আয়কর রিটার্ন জমা দেওয়ার দিন ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় সরকার৷ আগামী ৩ মাস ডেবিট কার্ড ব্যবহারে কোনো ফি কাটা হবে না বলেও জানানো হল৷

 

খেলা

  • প্রস্তুতি ছিল তুঙ্গে৷ কিন্তু শেষ পর্যন্ত সমগ্র বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে টোকিও অলিম্পিক ২০২০ পিছিয়েই যাচ্ছে৷ এদিন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখকে ফোন করে অন্তত এক বছরের জন্য অলিম্পিক পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছেন৷ বাখ তাঁর অনুরোধ মেনে নিয়েছেন বলে জানা গেছে৷ প্রসঙ্গত, এর আগে বিশ্বযুদ্ধের কারণে ১৯১৬, ১৯৪০ ও ১৯৪৪ সালের অলিম্পিক বাতিল হয়ে গিয়েছিল৷