কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ জুলাই ২০২০

819
0
daily current affairs

আন্তর্জাতিক

  • গত এক সপ্তাহে অন্তত ৪০টি দেশে রেকর্ডসংখ্যক দৈনিক কোভিড-১৯ সংক্রমণের ঘটনা ঘটেছে৷ শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র৷ সেখানে গত ২৪ ঘণ্টায়য় ৬৮,৮০০ জন সংক্রমিত হয়েছেন৷ মোট ৪২ লক্ষাধিক মানুষ সেখানে কোভিড সংক্রমিত, প্রাণহানির সংখ্যা প্রায় দেড় লক্ষ৷ বিশ্বে মোট ১,৬১,০১,১৪৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, প্রাণহানির সংখ্যা ৬,৪৫,৬৫৪৷
  • গিলগিট-বালটিস্তানের প্রতি ৫ জন ব্যক্তির মধ্যে ৪ জনই তাঁদের জীবনযাত্রার মান নিয়ে অখুশি৷ পাক অধিকৃত কাশ্মীরে অর্ধেক মানুষই তাই৷ লাহোর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট সায়েন্সের অধ্যাপক ফারাহ আরিফ এবং রোহতকের আইআইএম-এর অধিকর্তা ধীরজ শর্মার নেতৃত্বে একটি যৌথ সমীক্ষা থেকে এই পরিস্থিতির বিষয়টি স্পষ্ট হয়েছে৷

 

 

জাতীয়

  • দেশে গত ২৪ ঘণ্টায় ৪৮,৯১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ এই সময়ে ৭৫৭ জনের প্রাণহানি হয়েছে৷ দেশে মোট আক্রান্ত হয়েছেন ১,৩৩,৬৮,৬১৷ সুস্থ হয়ে উঠেছেন ৮,৪৯,৪৩২ জন৷ মোট প্রাণহানির সংখ্যা ৩১,৩৫৮৷ সংক্রমণসংখ্যায় দিল্লিকে অতিক্রম করে দ্বিতীয় স্থানে চলে এল তামিলনাড়ু৷ সেখানে আক্রান্তের সংখ্যা প্রায় ২ লক্ষ৷ সংক্রমণসংখ্যায় দেশের প্রথম ৫টি রাজ্য হল মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশ৷ এদিকে করোনা ভাইরাসে সংক্রমিত হলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷
  • বিহার ও অসমে বন্যায় মৃত্যু হয়েছে শতাধিক মানুষের৷ অসমে ২৫৪৩টি গ্রাম বানভাসি হয়েছে৷

 

 

বিবিধ

  • বাংলাদেশকে ১০টি ব্রডগেজ ডিজেল লোকোমোটিভ রেল ইঞ্জিন দেওয়ার সিদ্ধান্ত জানাল ভারত৷ অন্যদিকে উত্তর কোরিয়াকে ১০ লক্ষ ডলার মূল্যের যক্ষ্মার ওষুধ পাঠাল ভারত৷
  • গত এপ্রিল মাসে দেশে মোবাইল গ্রাহক সংখ্যা ৮২ লক্ষ কমেছে৷ এই তথ্য জানাল ট্রাই৷ এটি ওই সময়ে লকডাউনের প্রভাব বলে মনে করা হচ্ছে৷

 

খেলা

  • ফরাসি কাপ চ্যাম্পিয়ন হল প্যারিস সাঁ জাঁ৷ এদিন ফাইনালে তারা ১-০ গোলে হারাল সঁত এতিয়েনকে৷ জয়সূচক গোলটি করলেন নেইমার৷ এই নিয়ে তারা ১৩ বার এই ট্রফি জিতল৷ ৮০ হাজার আসনের স্টেডিয়ামে এদিন দর্শক ছিলেন ২,৮০৫ জন৷
  • ম্যাঞ্চেস্টার টেস্টে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৬৯ রান করল৷ জবাবে ৬ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৩৭ রান৷ ইংল্যান্ডের অলিপোপ ৯১ রান করেছেন৷
  • স্পেনের প্রাক্তন ক্রিকেটার জাভি হার্নান্ডেজ করোনায় আক্রান্ত হলেন৷

 

 

 

লাইভ টিভি দেখুন:       https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল