কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ নভেম্বর ২০১৯

510
0

আন্তর্জাতিক

  • ‘জুলিয়ান অ্যাসাঞ্জের ওপর দক্ষিণ-পূর্ব লন্ডনের বেলপাসর্ কারাগারে শারীরিক ও মানসিক নিগ্রহ চালানো হচ্ছে। এতে তাঁর মৃত্যুও হতে পারে।’ খোলা চিঠিতে এই উদ্বেগ প্রকাশ করলেন ৬০ জন চিকিৎসক। উইকিলিক্স প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জের বয়স ৪৮ বছর। সরকারি নথি ফাঁসে অভিযুক্ত অ্যাসাঞ্জ মার্কিন মুলুকে ফিরলে তাঁর ১৭৫ বছর কারাদণ্ড হতে পারে।এখন লন্ডনে প্রত্যর্পণ মামলা চলছে তাঁকে নিয়ে।
  • মার্কিন নৌসচিব রিচার্ড স্পেসারকে বরখাস্ত করলেন প্রতিরক্ষা সচিব মার্ক এসপার। নেভি মিলের এক সদস্যকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ‘গুরুদণ্ড’ দেওয়ার অভিযোগে মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয়েছিল।
  • জার্মানির ড্রেসডেনে বিশ্বের অন্যতম প্রাচীন সংগ্রহশালা ‘গ্রিনভল্ট’ থেকে কয়েক লক্ষ ইউরো মূল্যের ঐতিহাসিক সামগ্রী চুরি হয়ে গেল। ১৭২৩ সালে এই জাদুঘরটি প্রতিষ্ঠা করেছিলেন পোল্যান্ডের রাজা অগাস্টাস।

 

জাতীয়

  • মহারাষ্ট্রে সেচ দুর্নীতিকাণ্ডে ৯টি মামলার তদন্ত বন্ধের নির্দেশ দিল সংশ্লিষ্ট রাজ্য সরকার। এই মামলাগুলিতে অভিযুক্ত ছিলেন সদ্য গঠিত সরকারের অজিত পাওয়ার। এই মামলাগুলিতে অভিযুক্ত ছিলেন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। ১৯৯৯-২০০৯ সাল পর্যন্ত রাজ্যের সেচমন্ত্রী ছিলেন অজিত। তখন সেচপ্রকল্পে ৭০ হাজার কোটি টাকা খরচ হলেও কার্যত এক শতাংশ জমিও সেচের অধীনে আসেনি এই অভিযোগে তদন্ত শুরু হয়েছিল।
  • ৩ জন কট্টর আইএসজঙ্গিকে অসম থেকে অসম পুলিশের সহায়তায় গ্রেপ্তার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। দিল্লি ও অসমে বড় নাশকতার ছক ছিল তাদের।
  • দূষণ নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় পাঞ্জাব ও হরিয়ানা সরকারকে কঠোর ভাষায় তিরস্কার করল সুপ্রিম কোর্ট।
  • কেন্দ্রীয় সরকারি ৯৭৩.৩ একর ও ব্যক্তি মালিকানাধীন ১১৯.৫৭২ একর জমিতে বসবাসকারী ১১৯৮৬টি উদ্বাস্তু পরিবারকে ‘বসবাস স্বত্ব’ দেওয়ার সিদ্ধান্ত জানাল পশ্চিমবঙ্গ সরকার।

 

বিবিধ

  • ভারতে আই ফোন বিক্রির কাজ শুরু হয়েছে। শুধু ভারতের বাজারে বিক্রিই নয়, অ্যাপল তা রপ্তানিও করবে। এখানে তৈরি হচ্ছে আই ফোন—এক্স আর। চেন্নাইয়ের কাছে নোকিয়ার বৃহত্তম উৎপাদন ইউনিটটি বন্ধ পড়েছিল এতদিন। সেটি কিনে আইফোনের চার্জার ও যন্ত্রাংশ উৎপাদনকারী সংস্থা ম্যালকক্স এদিন এই খবর জানালেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

 

খেলা

  • ডেভিস কাপে চ্যাম্পিয়ন হল স্পেন।প্রতিযোগিতার ১১৯ বছরে এই নিয়ে তারা ষষ্ঠবার এই ট্রফি জিতল (২০০০, ২০০৪, ২০০৯, ২০১১ এবং ২০১৯)। ঘরের মাঠে ফাইনালে তারা কানাডাকে হারাল। সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার পেলেন রাফায়েল নাদাল। কানাডা এই প্রথম ফাইনালে উঠল।
  • আইএসএলে চলতি মরসুমে প্রথম জয় পেল চেন্নাইয়ান এফসি। এদিন তারা হায়দরাবাদকে ২-১ গোলে হারাল। এই ম্যাচটি ৯০ মিনিট পর্যন্ত ছিল গোলশূন্য। তারপর সংযুক্ত ৬ মিনিটেই তিনটি গোল হল।
  • স্কটিশ ওপেন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন ভারতের লক্ষ্য সেন। গত ৩ মাসে এটি তাঁর চতুর্থ খেতাব।