জাতীয়
- সিবিআই অধিকর্তা অলোক বর্মার বিরুদ্ধে ২ সপ্তাহের মধ্যে তদন্ত সমাপ্ত করতে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই তদন্তে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এ কে পট্টনায়েক নজরদারি করবেন বলে জানানো হল।
- শশী থারুরের লেখা ‘দ্য প্যারাডক্সিক্যাল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যান্ড হিজ ইন্ডিয়া’ বইটির আনুষ্ঠানিক প্রকাশ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
- আলিপুরে পশ্চিমবঙ্গ সরকারের অতিথিশালা ‘সৌজন্য’-র উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা পঙ্কজ বন্দ্যোপাধ্যায় (৭১) প্রয়াত হলেন।
আন্তর্জাতিক
- ২৪ ঘণ্টার মধ্যে এক গুচ্ছ নাটকীয় ঘটনা ঘটে গেল দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়। প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করে প্রাক্তন রাষ্ট্রপতিকে বসানো হল নতুন প্রধানমন্ত্রী হিসাবে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা এদিন বরখাস্ত করলেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘেকে। সিরিসেনার দল ‘ইউনাইটেড পিপল’স ফ্রিডম অ্যালায়েন্স’ শাসক জোট থেকে সমর্থন প্রত্যাহার করায় সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিলেন রনিল। এদিনই রাষ্ট্রপতির সচিবালয়ে নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন মাহিন্দা রাজাপক্ষে। রাজাপক্ষের ‘শ্রীলঙ্কা পিপল’স ফ্রন্ট’ দাবি করেছে তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে বলে। প্রসঙ্গত, রাজাপক্ষে যখন রাষ্ট্রপতি ছিলেন তখন সিরিসেনা ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এই কার্যক্রমকে অসাংবিধানিক বলে দাবি করলেন রনিল।
খেলা
- বিশ্বচ্যাম্পিয়ন কুস্তিতে ব্রোঞ্জ জিতলেন ভারতের পূজা ধান্দা। ২৪ বছরের পূজা ৫৭ কেজি বিভাগে এই পদক জিতলেন।
- ফরাসি ওপেন ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে উঠলেন পি ভি সিন্ধু। ছেলেদের ডাবলসে কোয়ার্টার ফাইনালে উঠল সাত্ত্বিক সাইরাজ-চিরাগ শেঠী জুটি। কোয়ার্টার ফাইনালে হারলেন সাইনা নেহাওয়াল, বি সাই প্রণীত।
- ইংল্যান্ডের লিডসে বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হলেন কলকাতার সৌরভ কোঠারি। সৌরভের বাবা মনোজ কোঠারি ১৯৯০ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন বিশ্ব বিলিয়ার্ডসে।
বিবিধ
- গাড়িতে জ্বালানির ভিত্তিতে আলাদা স্টিকার লাগানোর কথা জানিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মর্মে এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। পেট্রোল, সিএনজি-র ক্ষেত্রে হালকা নীল ও ডিজেলের ক্ষেত্রে কমলা রঙের স্টিকার লাগাতে হবে। আপাতত দিল্লি ও সংলগ্ন এলাকায় প্রথমে এই প্রকল্প শুরু হবে।
- ভারতের বিদেশি মুদ্রার ভাণ্ডার ৩৯৩৫২.৩ কোটি ডলার হয়েছে বলে জানাল কেন্দ্র।
- নিলামে ৪২ হাজার কোটি টাকা দিয়ে এসার স্টিল কিনে নেওয়ার খবর জানাল আর্সেলর মিত্তল। এটি হবে ভারতে তাদের প্রথম বিনিয়োগ।