কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ নভেম্বর, ২০১৮

851
0
Current Affairs 26 Nov 2018

আ্ন্তর্জাতিক

  • মহিলাদের জন্য নিজেদের ঘরই সব থেকে বিপজ্জনক। বিশ্বজুড়ে গার্হস্থ্য হিংসায় ২০১৭ সালে প্রাণ হারাতে হয়েছে ৮৭ হাজার মহিলাকে। প্রতিদিন অন্তত ১৩৭ জন মহিলা গার্হস্থ্য হিংসার বলি হন। রাষ্ট্র সংঘ প্রকাশিত ‘অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রমইম’ শীর্ষক রিপোর্টে এই দাবি করা হল।
  • ব্যাঙ্ক অব ইংল্যান্ড তাদের নতুন ৫০ পাউন্ডের নোটে সে দেশের বিজ্ঞানচর্চায় অবদান রাখা বিজ্ঞানীদের ছবি ছাপার সিদ্ধান্ত নিল। এ জন্য প্রাথমিকভাবে যে ১০০ জন বিজ্ঞানীর নাম বাছা হল তাতে রয়েছে আচার্য জগদীশচন্দ্র বসুর নাম।
  • ইউক্রেনে তিনটি জাহাজ দখল করে নিল রাশিয়া। রুশ উপকূলরক্ষীদের গুলিতে জখম হয়েছেন ইউক্রেনের কয়েকজন নাবিক।

জাতীয়

  • মুম্বইয়ে জঙ্গি হানার দশম বছর পূর্ণ হল। ২০০৮ সালের ওই ঘটনায় (২৬/১১) ১৬৬ জনকে হত্যা করেছিল জঙ্গিরা।
  • প্রথম ও দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের কোনো হোমওয়ার্ক দেওয়া যাবে না বলে জানাল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।
  • ছত্তিশগড়ের সুকমায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৯ জন মাওবাদী কর্মীর মৃত্যু হল।

বিবিধ

  • চলিচ্চিত্র পরিচালক বের্নার্দো বার্তোলুচ্চি (৭৭) প্রয়াত হলেন। মাত্র ২১ বছর বয়সে ‘দ্য গ্রিম রিপার’ ছিল তাঁর প্রথম ছবি। ‘দ্য কনফর্মিস্ট’ ছিল তাঁর প্রথম জনপ্রিয় ছবি। ‘লাস্ট ট্যাঙ্গো ইন প্যারিস’ ছবিটিও বহু আলোচিত। তাঁর পরিচালনায় ‘দ্য লাস্ট এম্পেয়র’ পেয়েছিল ৯টি অস্কার পুরস্কার।
  • আর্থিক দুর্নীতির অভিযোগে কার্লোস ঘোস্‌ন্‌কে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিল মিৎসুবিশি। এর আগে তাঁকে নিসান সংস্থাও অপসারিত করেছিল।

খেলা

  • কমনওয়েলথ গেমসে মহিলাদের টি-২০ খেলা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিল আইসিসি।
  • তৃতীয় টেস্টে শ্রীলঙ্কাকে ৪২ রানে হারাল ইংল্যান্ড। ১৯৬৩ সালের পর এই প্রথম তারা ৩-০ ব্যবধানে বিদেশে টেস্ট সিরিজ জিতল।
  • নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে একদিনে ১০ উইকেট নিলেন পাকিস্তানের ইয়াসির শাহ। তবে দুই ইনিংসে তিনি (৮+২) উইকেট নিলেন।