কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ এপ্রিল ২০২০

601
0

আন্তর্জাতিক

  • নিউজিল্যান্ড, জার্মানি, ইজরায়েল, রোমানিয়া ও ক্রোয়েশিয়া সহ অনেকগুলি দেশ লকডাউন শিথিল করল অথবা শিথিল করার পরিকল্পনা জানাল৷ অর্থনীতি সচল রাখতে রাষ্ট্রগুলি এই সিদ্ধান্ত নিলেও করোনা ভাইরাস জনিত পরিস্থিতি সমান ভয়াবহ রয়েছে. ২,১০,৩৭৯ জনের মৃত্যু হয়েছে এই সংক্রমণে এবং আক্রান্ত হয়েছেন ৩০,৪৫,৮২২ জন৷ এদিকে সংক্রমণের সংখ্যায় রাশিয়া ছাড়িয়ে গেল চিনকে৷ ৮৭১৪৭ জন সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে আট শতাধিক জনের৷ ইতালি, স্পেন, ফ্রান্সে কোভিড-১৯ সংক্রমণে প্রাণহানি হয়েছে যথাক্রমে ৫৫,৪১৩, ২৬,৬৪৪, ২৩,৫২১, ২২,৮৫৬ জনের৷ অন্যদিকে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে কাজে যোগ দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন৷ রাশিয়ায় সেনাবাহিনীর ৮৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷
  • সৌদি আরবে কোনো নাবালক অপরাধীকে মৃত্যু দণ্ড দেওয়া হবে না বলে সিদ্ধান্ত জানালেন সেখানকার রাজা সলমন৷

 

জাতীয়

  • দেশে কোভিড-১৯-এ ২৮,৩৮০ জন এপর্যন্ত আক্রান্ত হয়েছেন৷ মৃত্যু হয়েছে ৮৮৬ জনের৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য, কোভিড সংক্রমণের ১০ দিনে সংক্রমিতের সংখ্যা দ্বিগুণ হচ্ছে৷ এদিন সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে সংক্রমণের পরিস্থিতি বিচারে ৩টি জোনে ভাগ করে ২১ মে পর্যন্ত বিধিনিষেধ রক্ষার বার্তা দিলেন৷ এদিকে চিন থেকে যে অ্যান্টিবডি কিট কেনা হয়েছিল তাতে কাজ না হওয়ায় সেগুলি বাতিল করল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ৷ ৫ লক্ষ কিট আনা হয়েছিল৷

 

বিবিধ

  • করোনা জনিত পরিস্থিতিতে পুরীতে জগন্নাথদেবের রথযাত্রা এবছর বন্ধ থাকছে বলে জানাল শ্রীজগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন৷
  • ফান্ড সংস্থাগুলিতে নগদের সমস্যা মেটাতে ৫০ হাজার কোটি টাকার প্রকল্প চালুর সিদ্ধান্ত জানাল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক৷

 

খেলা

  • ম্যাচ গড়াপেটা কাণ্ডে পাক ক্রিকেটার উমর আকমলকে ৩ বছরের জন্য নির্বাসিত করল পাকিস্তান ক্রিকেট বোর্ড৷ স্পট ফিক্সিং তদন্তে তিনি সহযোগিতা করেননি বলে অভিযোগ৷
  • রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে চুক্তি বাতিল করল কাউন্টি ক্রিকেটের দল ইয়র্কশায়ার৷