কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ জানুয়ারি ২০২০

1086
0

আন্তর্জাতিক

  • আফগানিস্তানের গজনি প্রদেশে এক বিমান দুর্ঘটনায় অন্তত ৮০ জনের মৃত্যু হল। স্থানটি তালিবান অধ্যুষিত। বিমানটির পরিচয় জানা যায়নি। বিমানটি মার্কিন সেনাবাহিনীর বলে একটি সূত্র দাবি করল।
  • চিনের উহান প্রদেশ পরিদর্শন করলেন চিনের প্রধানমন্ত্রী লি খছিয়াং। এই প্রদেশেই সব থেকে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। ইতিমধ্যে করোনা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৮০। আক্রান্ত হয়েছেন ২৭৪৪ জন। এরই মধ্যে কিছু বিশেষজ্ঞ দাবি করলেন এই সংক্রমণের কারণ বাদুড় থেকে।
  • স্কোভানিয়ার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন মারাযান সারেক। তিনি সংসদ ভেঙে সাধারণ নির্বাচনের দাবি জানালেন রাষ্ট্রপতি বরুট পাহোর কাছে।

 

জাতীয়

  • সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) প্রত্যাহারের প্রস্তাব পাশ হল পশ্চিমবঙ্গ বিধানসভায়। বিরোধী বাম ও কংগ্রেস সদস্যরা বহুদিন ধরে দাবি জানিয়ে এলেও এদিন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রস্তাবটি পেশ করেছিলেন। বিরোধীদের আনা কিছু সংশোধনী প্রস্তাব অবশ্য গ্রহণ করা হয়নি। এর আগে কেরল, পাঞ্জাব ও রাজস্থান বিধানসভায় সিএএবিরোধী প্রস্তাব গৃহীত হয়েছে।
  • বোড়ো সমস্যা মেটাতে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোড়োল্যান্ডের সঙ্গে চুক্তি সই করল কেন্দ্রীয় সরকার ও অসম রাজ্য সরকার। ১৫৫০ জন জঙ্গি আত্মসমর্পণ করবেন বলে জানানো হল।

 

বিবিধ

  • এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ অংশীদারি বিক্রির সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় সরকার। ২০১৮ সালে সংস্থার ৭৬ শতাংশ শেয়ার বিক্রির চেষ্টা ব্যর্থ হয়েছিল। আগ্রহপত্র গ্রহণ করা হবে ১৭ মার্চ পর্যন্ত। একই সঙ্গে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং এআইএসটিএম–এর অবশিষ্ট শেয়ারও বিক্রি করবে বলে জানাল কেন্দ্রীয় সরকার।

 

খেলা

  • মার্কিন যুক্তরাষ্ট্রে এক হেলিকপ্টার দুর্ঘটনায় বাস্কেটবল কিংবদন্তি কোবে ব্রায়ান্টের সঙ্গে ১৩ বছরের কন্যা গিয়ান্নারও প্রাণহানি হয়েছে। হেলিকপ্টারের চালক ও অন্য ৪ জন যাত্রীও প্রাণ হারালেন। ক্যালিফোর্নিয়ার কালাবাসাস পার্বত্য অঞ্চলে এস ৭৬ বেসরকারি হেলিকপ্টারটি ভেঙে পড়ে। ৬ ফুট ও ৬ ইঞ্চির কোবে ব্রায়ান্ট লস অ্যাঞ্জেলস লেকার্স দলের হয়ে ৫ বার এনবিএ চ্যাম্পিয়ন হয়েছিলেন। ২ বার অলিম্পিক সোনা জিতেছিলেন। তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক জনপ্রিয়তম বাস্কেটবল খেলোয়াড় ছিলেন। এই ঘটনায় শোকের ছায়া ঘনিয়েছে ক্রীড়াবিশ্বে। ব্রায়ান্টকে বলা হত ব্ল্যাক মাম্বা।
  • দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিল ইংল্যান্ড।
  • রঞ্জি ট্রফিতে হিমাচল প্রদেশের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে দ্বিশতরান করলেন সরফরাজ খান।