কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ সেপ্টেম্বর ২০১৯

743
0
Current Affairs 27 Sept 2019

আন্তর্জাতিক

  • ভিশন ২০২০-র অঙ্গ হিসাবে ৪৯টি দেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসা চালু করল সৌদি আরব। এই প্রথম সৌদি আরব পর্যটন ভিসা চালু করল।
  • রাষ্ট্রসঙ্ঘের ৭৪তম সাধারণ সভায় বক্তব্য পেশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্যে উন্নয়ন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই, দূষণ রোধ ও ডিজিটাল ভারত গড়ার কথা প্রভৃতি প্রসঙ্গ ছিল। রাষ্ট্রসঙ্ঘে এদিনই বক্তব্য পেশ করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর বক্তব্যে পরোক্ষে ছিল পরমাণু যুদ্ধের হুমকি। সাধারণ সভার অবসরে মোদী এদিন ইরানের রাষ্ট্রপতি হাসান রেহৌনির সঙ্গে বৈঠক করলেন।
  • জাক শিরাক (৮৬) প্রয়াত হলেন। ১৯৯৫-২০০৭ সাল পর্যন্ত তিনি ছিলেন ফ্রান্সের রাষ্ট্রপতি।

জাতীয়

  • ত্রিপুরায় পশুবলি নিষিদ্ধ হল। ত্রিপুরার কোনো মন্দিরেই আর পশু বলি দেওয়া যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করলেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি অরিন্দম লোধ। রাজ্যের অবসরপ্রাপ্ত বিচারক সুভাষ ভট্টাচার্যের করা জনস্বার্থ মামলায় দীর্ঘ শুনানির পর এই রায় দিল আদালত।
  • উত্তরপ্রদেশে গোরক্ষপুরের বিআরডি মেডিকেল কলেজ হাসপাতালে ২০১৭ সালের অগস্ট মাসে ২ দিনে ৬০টি শিশুর মৃত্যুর ঘটনায় সেখানকার চিকিৎসক কাফিল খানকে ক্লিনচিট দিল উত্তরপ্রদেশ প্রশাসন। এই ঘটনায় কাজে গাফিলতির অভিযোগে তিনি অভিযুক্ত হয়েছিলেন। তাঁকে গ্রেপ্তারও করেছিল পুলিশ।

বিবিধ

  • ৬ জন বাঙালি বিজ্ঞানী পেলেন ২০১৯ সালের শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার। বিজ্ঞান গবেষণার স্বীকৃতিতে দেশের সর্বোচ্চ পুরস্কার এটি। ১২ জন বিজ্ঞানীকে এই পুরস্কার দেওয়া হয়। ২০১২ সালের মতো ২০১৯ সালেও তাঁদের মধ্যে অর্ধেকই বাঙালি। এবারের পুরস্কার প্রাপকরা হলেন তাপস কুমার মাজি (রসায়ন), নীনা গুপ্ত (গণিত), অনিন্দ্য সিংহ (পদার্থবিদ্যা), সুবিমল ঘোষ (ভূবিজ্ঞান), শঙ্কর ঘোষ (পদার্থ বিদ্যা) ও সৌমেন বসাক (জীব বিজ্ঞান)।
  • দেশের প্রথম পরিবেশ বান্ধব স্টেশন হচ্ছে দিল্লির হজরত নিজামুদ্দিন স্টেশন। রেল মন্ত্রক এই তথ্য জানাল।

খেলা

  • অনূর্ধ্ব  ১৮ সাফ ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে ভারত ৪-০ গোলে হারাল মালদ্বীপকে।
  • কোরিয়া ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠলেন ভারতের পারুমল্লী কাশ্যপ।
  • ইংল্যান্ড দলের উইকেট রক্ষক সারা টের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন। ১০টি টেস্ট, ১২৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ৯০টি টি২০ ম্যাচ খেলেছেন তিনি। একদিনের ক্রিকেটে ৭টি শতরানও করেছেন।
  • আফগানিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ নিযুক্ত হলেন ল্যান্স ক্লুজনার। এদিন আফগান ক্রিকেট বোর্ড এ কথা জানাল।
  • বিশ্ব কুস্তি সংস্থার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পেলেন দীপক পুনিয়া। এতদিন শীর্ষস্থানে ছিলেন বজরং পুনিয়া।
  • ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের মহিলা ক্রিকেট দলের একদিনের এবং টি২০ দলের অধিনায়ক নিযুক্ত হলেন যথাক্রমে মিতালি রাজ ও হরমনপ্রীত কৌর।