কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ এপ্রিল ২০২০

614
0

আন্তর্জাতিক

  • মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ অতিক্রম করল৷ মৃত্যু হল ৫৭ হাজার মানুষের৷ ব্রাজিলে মৃত্যু হয়েছে ৪৪,৬০৩ জনের৷ সেখানে কঠোর হাতে লকডাউন করতে চাওয়ায় স্বাস্থ্যমন্ত্রীকে পদচ্যুত করেছিলেন রাষ্ট্রপতি জায়ের বলসোনারো৷ এখন ৬৮ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরও তিনি বলছেন, “এটি সামান্য ফ্লু মাত্র৷ দেশজুড়ে বিধিনিষেধ জারির দরকার নেই৷” বিশ্ব জুড়ে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ২,১৪,৬৪৫ জনের৷ আক্রান্ত হয়েছেন ৩১,০৬,৭০০ জন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় স্বাভাবিক জনজীবন শুরু হল নিউজিল্যান্ডে৷ চিনে স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে৷ করোনাকাণ্ডে তাঁর দেশ যে ক্ষতির মুখে পড়েছে তার জন্য চিনের থেকে ক্ষতিপূরণ চাইবেন বলে জানালেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প৷ জার্মানিও ১৬,৫০০ কোটি ডলার ক্ষতিপূরণ চিনের থেকে দাবি করেছে বলে বার্লিনের একটি সংবাদপত্র থেকে জানা গেল৷

 

জাতীয়

  • দেশে করোনা সংক্রমণে ৯৩৭ জনের প্রাণহানি হয়েছে৷ ২৯,৯৭৪ জন আক্রান্ত হয়েছেন৷ মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৮,৫৯০ জন, মৃত্যু হয়েছে ৩৬৯ জনের৷ গুজরাটে ১৬২ এবং মধ্যপ্রদেশে ১১৩ জনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণে৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী ভারতে সুস্থ রোগীর হার ২৩.৩ শতাংশ৷ নয়াদিল্লিতে নীতি আয়োগের একজন ডিরেক্টর পদমর্যাদার অফিসার করোনায় আক্রান্ত হওয়ায় নীতি আয়োগ ভবনও ২৪ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হল৷ দেশে লকডাউন চলায় প্রয়াগরাজ থেকে শিলং পর্যন্ত গাড়িতে চড়ে গিয়ে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করলেন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার৷ তিনি এতদিন ছিলেন এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি৷

 

বিবিধ

  • করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে তহবিল সংগ্রহে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলে যথাক্রমে ৬ ও ৫ টাকা করে সেস বসাল নাগাল্যান্ড সরকার৷ এর আগে অসম সরকার প্রতি লিটার পেট্রোল ও ডিজেলে ৫ টাকা করে সেস বসিয়েছিল৷ মেঘালয়, সরকারও প্রতি লিটারে ২ শতাংশ সারচার্জ ঘোষণা করেছে৷

 

খেলা

  • ক্যালিফোর্নিয়ার ফ্লুরেনটোনে অনুষ্ঠিতব্য ইউএস ওপেন ২০২০ ব্যাডমিন্টন প্রতিযোগিতা বাতিলের সিদ্ধান্ত জানাল বি ডব্লিউ এফ৷ এদিকে করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কৃত না হলে আগামী বছরও অলিম্পিকের আয়োজন করা যাবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করলেন জাপান মেডিকেল অ্যাসোশিয়েসনের প্রেসিডেন্ট ইউশিতা ইকোকুরা৷
  • আয়ারল্যান্ডের কিংবদন্তী ফুটবলার মাইকেল রবিনসন প্রয়াত হলেন৷