কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ ডিসেম্বর ২০১৭

591
0
current-affairs-28122017-picture

জাতীয়

  • তিন তালাক বিল লোকসভায় পেশ ও পাশ হল। মুসলিম মহিলাদের সধানাধিকার, সম্মান ও ন্যায়ের লক্ষ্যে এই বিল আনা হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।
  • সুপারসোনিক ইন্টারসেপ্টর-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হল ভারতের। ৩০ কিমি উচ্চতা পর্যন্ত পাল্লায় শত্রুর ছোড়া ক্ষেপণাস্ত্র চিহ্নিত করে তাকে ধ্বংস করতে সমর্থ এর ব্যবস্থাপনা। ডিআরডিও এটি তৈরি করেছে।
  • ২০১৯ সালের মার্চ মাসের মধ্যে দেশের সর্বত্র বিদ্যুৎ পৌঁছে যাবে। ‘ঘরে ঘরে বিদ্যুৎ’ প্রকল্পে এই লক্ষ্য নেওয়া হয়েছে বলে এদিন লোকসভায় জানালেন কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিং। এরপর কোনো বিপর্যয় ছাড়া লোডশেডিং হলে বিদ্যুৎ সংস্থার জরিমানা হবে বলেও জানালেন।
  • সিকিম-তিব্বত-ভুটান সীমান্তে চিনা সেনার গতিবিধি নজরে রাখতে প্রশিক্ষিত উট বাহিনী ব্যবহারের সিদ্ধান্ত নিল ভারত। পণ্য পরিবহণে বিশেষ কার্যকর হবে এই বাহিনী। এখন লাদাখের নুব্রা উপত্যকায় উট বাহিনী ব্যবহৃত হয়।

আন্তর্জাতিক

  • ধারাবাহিক বিস্ফোরণের শিকার হল কাবুল। জঙ্গিদের লক্ষ্য ছিল কাবুলের তাবায়ন কালচারাল সেন্টার।
  • আফগানিস্তানে সোভিয়েত আক্রমণের ৩৮তম বর্ষে সেখানে একটি অনুষ্ঠান চলার সময় বিস্ফোরণ হয়। অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। কোনো জঙ্গি গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার না করলেও তালিবান জঙ্গিদেরই সন্দেহ করা হচ্ছে।
  • নিষেধাজ্ঞা অমান্য করে চিন উত্তর কোরিয়াকে জ্বালানি তেল সরবরাহ করছে বলে দাবি করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনায় তিনি ক্ষুব্ধ বলে জানালেন।

খেলা

  • মেলবোর্ন টেস্টে দ্বিশতরান (অপরাজিত ২৪৪) করলেন অ্যালিস্টার কুক। পরপর ১০ ইনিংসে একটিও অর্ধশতরান না পাওয়ার পর এই ইনিংস খেললেন তিনি। এটি তাঁর পঞ্চম দ্বিশতরান। টেস্টে মোট ১১,৯৫৬ রান করে কুক টপকে গেলেন ব্রায়ান লারাকে। এখন তিনি টেস্টে সবথেকে বেশি রানের বিচারে ষষ্ঠস্থান পেলেন (শচীন তেন্ডুলকর, রিকি পন্টিং, জ্যাক কালিস, রাহুল দ্রাবিড় ও কুমার সাঙ্গাকারার পর)।
  • রিয়াধে ওয়ার্ল্ড র‌্যাপিড চ্যাম্পিয়নশিপ দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিলেন বিশ্বনাথন আনন্দ। এই প্রতিযোগিতায় পয়েন্টের শীর্ষ তালিকায় ভ্লাদিমির ক্রামনিক, ওয়াং হত্তে এবং আনন্দ– এই তিনজনই ছিলেন। শেষপর্যন্ত বিশ্ব ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেতাব জিতে নিলেন আনন্দই।

বিবিধ

  • খবরে প্রকাশ, অনিল অম্বানির রিলায়েন্স কমিউনিকেশনস ব্যবসার অপটিক্যাল ফাইবার, স্পেকট্রাম, টাওয়ার কিনে নিচ্ছে মুকেশ অম্বানির সংস্থা রিলায়েন্স জিও। ৪৫ হাজার কোটি টাকার ঋণভারে জর্জরিত আর কম এর ফলে স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে।
  • প্রতি মাসে রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু ৪ টাকা করে বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহৃত হল। ২০১৬ সালের জুন মাস থেকে এই বৃদ্ধির মাধ্যমে ভর্তুকি কমানোর উদ্যোগ নিয়েছিল কেন্দ্র। ২০১৭ সালের অক্টোবর মাস থেকে তা স্থগিত ছিল। কার্যত তখন থেকেই তা প্রত্যাহৃত হয়েছে বলে জানা গেছে।