আন্তর্জাতিক
- অগ্নিকাণ্ডে ২৫ জনের প্রাণহানি হল বাংলাদেশে। রাজধানী ঢাকার অভিজাত বনানী এলাকায় ২২ তলা আরএফ টাওয়ারে আগুন লাগে। এটি মূলত বাণিজ্য কেন্দ্র। মৃতদের মধ্যে শ্রীলঙ্কার একজন নাগরিকও রয়েছেন।
- মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন গুরুতর অপরাধের দায়ে ৫ জন রাজাকার নেতাকে ফাঁসির নির্দেশ দিল বাংলাদেশের যুদ্ধাপরাধ আদালত। নেত্রকোণার পূর্বধলার এই ৫ জনই অবশ্য পলাতক।
- মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটেলে এক আততায়ীর গুলিতে নিহত হলেন ২ জন। তাকে গ্রেপ্তার করল পুলিশ। এটি জঙ্গি হানা কিনা জানা যায়নি।
জাতীয়
- বিদায়ী ষোড়শ লোকসভার ৫২১ জন সাংসদের মধ্যে ৪৩০ জন কোটিপতি। সাংসদদের মধ্যে ১০৬ জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগে মামলা চলছে। এই লোকসভার সদস্যদের গড় সম্পত্তি ১৪ কোটি ৭২ লক্ষ টাকা। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস এই তথ্য জানাল। নির্বাচন কমিশন জানিয়েছে, এবার ১ কোটি ৫০ লক্ষ নতুন ভোটার রয়েছেন।
বিবিধ
- ‘বোদলে পদক’ পেলেন অমর্ত্য সেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বোদলেয়্যান গ্রন্থাগার এই পদক দেয়।
- ২০১৮ সালের শেষ ত্রৈমাসিকে মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক বৃদ্ধির হার ২.২ শতাংশ হয়েছে বলে জানানো হল।
- বিমানবন্দর কর্তৃপক্ষ প্রদত্ত স্বচ্ছতার পুরস্কার কলকাতা বিমান বন্দর পাচ্ছে বলে ঘোষণা করা হল। বিশেষ পুরস্কার পাচ্ছে মুম্বই বিমান বন্দর।
খেলা
- এয়ারগান চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেলে জুনিয়ার বিভাগে সোনা জিতল শ্রেয়া আগরওয়াল-যশ বর্ধন জুটি। রুপো জিতলেন মেহুলি ঘোষ-কেবাল প্রজাপতি জুটি। রবিকুমার-এনাভেনিল ভালারিভান জুটি ১০ মিটার এয়ার রাইফেলে সিনিয়রদের মিক্সড ইভেন্টে রুপো জিতেছে।
- ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পূর্ণ সময়ের কোচ হলেন ওলে গানার সোলকজার। স্যার অ্যালেন্স ফার্গুসন কোচ থাকার সময় এই দলের খেলোয়াড় হিসাবে ৩৬৬টি ম্যাচ খেলে ১২৬টি গোল করেছিলেন সোলকজার। হোসে পরিনহোর পর স্থায়ী কোচ হিসাবে নিযুক্ত হলেন তিনি।