কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ সেপ্টেম্বর ২০১৯

933
0
daily current affairs

আন্তর্জাতিক

  • মার্কিন মুলুকে কর্মরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ভারতীয় বংশোদ্ভূত শিখ পুলিশ অফিসার সন্দীপ সিং ঢালিওয়ালের।তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম পাগড়ি পরিহিত পুলিশ কর্মী। সন্দীপ গত দশ বছর ধরে টেক্সাসের হ্যারিস কাউন্টিতে ডেপুটি শরিফ হিসাবে কর্মরত।এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করল পুলিশ।তিনি জাতি বিদ্বেষের শিকার কী না তা খতিয়ে দেখা হচ্ছে।
  • পরিবেশ রক্ষার দাবিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গ বৈঠক করলেন সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ।বিশ্বউষ্ণায়ন রুখতে ট্রুডো উপযুক্ত পদক্ষেপ নিচ্ছেন না বলে তিনি অভিযোগ করলেন।

জাতীয়

  • রাষ্ট্র সঙ্ঘের সাধারণ সভায় পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যের কড়া জবাব দিলেন রাষ্ট্রসংঘের স্থায়ী দপ্তরে ভারতের ফার্স্ট সেক্রেটারি বিদিশা মৈত্র।২০০৯ সালের আই এফ এস বিদিশা ৫টি প্রশ্নে কার্যত তুলোধনা করলেন পাক শিবিরকে। তিনি ইমরানকে `নিয়াজি’ বলে সম্বোধন করলেন। ইমরান প্রকৃতপক্ষে মিয়ানওয়ালির নিয়াজি সম্প্রদায়ভুক্ত।অন্যদিকে ১৯৭১ সালে ভারতের সঙ্গে যুদ্ধে আত্মসমর্পণকারী পাক সেনার নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল এ কে নিয়াজি।
  • রাষ্ট্রসঙ্ঘে ৭৪ তম সাধারণ সম্মেলনের অবসরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিবিধ

  • ব্রিটিনে বসবাসকারী দক্ষিণ এশীয় পরিবারের বহু সদস্য রয়েছেন যাঁরা কখনও বিশ্ববিদ্যালয়ে যাননি।তাঁদের উচ্চশিক্ষায় উতসাহ দিতে হিন্দি, উর্দু, বাংলা ভাষায় ২০২০ সাল থেকে নির্দেশিকা দেবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।এদিন এই তথ্য জানানো হল।
  • ভারতীয় নেবৈাহিনীর নতুন ডুবোজাহাজ আই এন এস খান্ডেরির উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রামনাথ সিং।এই নিয়ে স্করপিন গোত্রের দ্বিতীয় ডুবোজাহাজ হাতে পেল ভারতীয় নৌসেনা।

খেলা

  • বিজয় হাজারে ট্রুফিতে বাংলা ৪ উইকেটে হারাল সার্ভিসেকে। শতরান করলেন (১০৬) বাংলার অভিষেক রামন। কেরলকে হারাল কর্নাটক। কর্নাটকের লোকেশ রাহুল শতরান (১২২ বলে ১৩১ রান) করলেন।
  • কোরিয়া ওপেনের সেমিফাইনালে ভারতের পারুপল্লী কাশ্যপ হেরে গেলেন বিশ্বের এক নম্বর রাঙ্কিংয়ে থাকা কেন্টো মোমোতোর কাছে।
  • হকিতে ভারত ৬-১ গোলে হারাল স্পেনকে। জোড়া গোল করলেন হরমনপ্রীত।