কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ মার্চ, ২০১৯

813
0
Current Affairs 4 June 2019

আন্তর্জাতিক

  • আফগানিস্তানে ১৭ জন পুলিশকর্মী জঙ্গিহানায় প্রাণ হারালেন। পূর্ব গজনি, দক্ষিণ জবুল ও অরঘঞ্জ অঞ্চলের তিন পৃথক পুলিশ চোকিতে হামলা চালানো হয়। এই হামলার দায় স্বীকার করল তালিবান।
  • ব্রেক্সিট নিয়ে ব্রিটেনের অচলাববস্থা আরও ঘ্রীভূত হল। এদিন ব্রিটেন সংসদে প্রধানমন্ত্রী টেরেসা মে-র তৃতীয় খসড়া চুক্তিটি ২৮৬-৩৪৪ ভোটে পরাস্ত হল। এদিন খসড়া অনুমোদিত হলে ব্রেক্সিটের সময়সীমা ২২ মে পর্যন্ত বাড়ানোর কথা বলেছিল ইউরোপীয় ইউনিয়ন। অন্যথায় ১২ এপ্রিলের মধ্যে ব্রিটেনকে ই ইউ থেকে বেরিয়ে যেতে হবে। প্রসঙ্গত ৩ বছর আগে এই দিনে ব্রেক্সিট ভোট নেওয়া হয়েছিল ব্রিটেনে।

জাতীয়

  • আসন্ন সাধারণ নির্বাচনে গোটা দেশে অন্তত একটি আসনে ব্যালটে ভোট নেওয়া হবে। তেলেঙ্গানার নিজামাবাদ লোকসভা কেন্দ্রে এবার সাবেক পদ্ধতিতে ভোট নেওয়ার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এই কেন্দ্রে প্রার্থীর সংখ্যা ১৮৫। ইভিএমে এতজন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব নয়। প্রসঙ্গত এই আসনে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতা একজন প্রার্থী। এখানে শাসক টিআরএস দলের বিরুদ্ধে ক্ষোভে ১৭৮ জন কৃষক কবিতার বিরুদ্ধে প্রর্থী হয়েছেন।
  • লোকসভা নির্বাচনে প্রয়াগরাজ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন রূপান্তরকামী প্রার্থী ভবানীনাথ বাল্মীকি।

বিবিধ

  • অর্থবর্ষের শেষ কাজের দিনে সেনসেক্স বেড়ে হল ৩৮৬৭২.৯১ পয়েন্ট। ২০১৮ সালের ২৮ মার্চ তা ছিল ৩২৯৬৮.৬৮। গত ২৮ আগাস্ট রেকর্ড উচ্চতা (৩৮৮৯৬.৬৩)স্পর্শ করেছিল সেনসেক্স।
  • এনটিপিসি জানাল, বিশাখাপত্তনমের সেমহাদ্রিতে নিজস্ব জলাধারে ভাসমান সৌর বিদ্যুত প্রকল্প গড়বে।

খেলা

  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন গঞ্জালো এগুয়েন। আর্জেন্টিনার হয়ে ৭৫ ম্যাচে ৩১টি গোল রয়েছে তাঁর। অভিষেক ম্যাচ ২০০৯ সালে পেরুর বিরুদ্ধে। শেষ ম্যাচ ২০১৮ বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে। তবে ক্লাব ফুটবল খেলবেন বলে জানালেন তিনি। ইগুয়েন খেলেন চেলসির হয়ে।
  • আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন অস্ট্রেলিয়ার টিম কাহিল। অস্ট্রেলিয়ার হয়ে ১০৮ ম্যাচে ৫০টি গোল আছে তাঁর। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডও তাঁর দখলে।
  • সুলতান আজলান শাহ হকি প্রতিযোগিতায় গ্রুপ লিগে নিয়মরক্ষার ম্যাচে ভারত ১০-০ গোলে হারাল পোল্যান্ডকে।
  • এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার পিস্তলে মানু ভাকের মহিলাদের বিভাগে ও সৌরভ চৌধুরী পুরুষদের বিভাগে সোনা জিতলেন।