কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ মে, ২০১৯

989
0
Current Affairs 29 May 2019

আন্তর্জাতিক

  • ব্রেক্সিট গণভোটের প্রচারে মিথ্যাচারের মামলায় ব্রিটেনের কনজারভেটিভ দলের নেতা বরিস জনসনকে ডেকে পাঠাল সেখানকার একটি আদালত। সরকারি ক্ষমতা অপব্যবহারের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এই সব মামলায় দোষী প্রমাণিত হলে তাঁর যাবজ্জীবন কারাদণ্ডও হত পারে। প্রসঙ্গত, টেরেসা মে-র পর ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বরিসও রয়েছেন।
  • সিরিয়া থেকে কাশ্মীরের যুবক আদিল আহমেদকে গ্রেপ্তার করল মার্কিন সেনা নেতৃত্বাধীন জোট বাহিনী। ২০১৩ সালে সে আইএসে যোগ দিয়েছিল বলে অভিযোগ।
  • শ্রীলঙ্কায় ইস্টার রবিবারের বিস্ফোরণ সংক্রান্ত তদন্তে সহযোগিতায় ভারতের এনআইএ গোয়েন্দাদের একটি দল কলম্বো পৌঁছল।

জাতীয়

  • ভারতীয় নৌসেনার পূর্বাঞ্চলীয় বাহিনীর প্রধান হিসাবে ঘোষিত হল ভাইস অ্যাডমিরাল অতুল কুমার জৈনের নাম।
  • অরুণাচলের দশম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন পেমা খাণ্ডু।
  • পঞ্চমবারের জন্য ওড়িশার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন নবীন পট্টনায়েক। ২০০০ সাল থেকে তিনি ওড়িশার মুখ্যমন্ত্রী।

বিবিধ

  • মুদ্রায় দাম নিয়ন্ত্রণে কোনো দেশের সরকার হস্তক্ষেপ করছে কিনা তার নজরদারি চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। কোনো দেশের চলতি খাতে উদ্বৃত্ত জিডিপির নির্দিষ্ট সীমার বেশি হলে এই নজরদারি চালানো হয়। সেই তালিকা থেকে ভারত ও সুইজারল্যান্ডের নাম বাদ দিল মার্কিন প্রশাসন। এখনও চিন, জাপান, জার্মানি, দক্ষিণ কোরিয়া, ইতালি রয়েছে নজরদারি তালিকায়।

খেলা

  • জুনিয়র আই লিগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল মিনার্ভা পাঞ্চাব ফুটবল অ্যাকাডমি। এই নিয়ে তারা পর-পর ৪ বার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল। এদিন তারা ফাইনালে হারাল বেঙ্গালুরু এফসিকে।
  • ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হল চেলসি। এদিন ফাইনালে তারা ৪-১ গোলে হরাল আর্সেলানকে। এই ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি।
  • ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির মোম মূর্তির উদ্বোধন হল লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে।
  • ভারতের মহিলা হকি দল আয়ারল্যান্ড সফরের প্রথম ম্যাচে ১-৪ গোলে পরাজিত হল।