কারেন্ট অ্যাফেয়ার্স ৩ জুলাই ২০২০

788
0

আন্তর্জাতিক

  • ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপ পদত্যাগ করলেন৷ নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন জঁ কমতেকস (৫৫)৷ এতদিন তিনি ছিলেন দক্ষিণ ফ্রান্সের প্রেদস শহরের মেয়র৷
  • চিনের কর্মকর্তাদের সঙ্গে লেনদেন হলে শাস্তি দেওয়া হবে ব্যাঙ্ককে৷ এই বিল পাশ হল মার্কিন সংসদের নিম্নকক্ষে৷ হংকং নিয়ে চিনের নতুন আইনের প্রতিবাদে এই আইন আনা হচ্ছে বলে জানা গেছে৷
  • বিশ্বে কোভিড আক্রান্তের সংখ্যা ১১১০৩৩৮৮৷ প্রাণহানির সংখ্যা ৫২৬৫৮৬৷ পাক বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি আক্রান্ত হলেন করোনায়৷ ব্রিটেন ৬০টি দেশের নাম প্রকাশ করল, যেখান থেকে সেদেশে গেলে অন্তরীন থাকতে হবে না৷

 

 

জাতীয়

  • চিন-ভারত সীমান্ত দ্বন্দ্বের প্রেক্ষিতেই লাদাখের সেনাশিবির প্রদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ লাদাখের নিমু-তে ১১ হাজার ফুট উচ্চতায় ওই শিবিরে তাঁর সঙ্গে ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান এম এম নারাভানে৷ নাম না করে চিনকে ‘আধিপত্যবাদী’ বললেন প্রধানমন্ত্রী৷
  • দেশীয় প্রযুক্তিতে তৈরি করোনার প্রতিষেধক হয়ে উঠতে পারে ভারত বায়োটেক এর তৈরি ‘কো ভ্যাকসিন’৷ আইসিএমআর-এর সঙ্গে যৌথভাবে ওই প্রতিষেধক তৈরির কাজ চলছে৷ শুরু হয়েছে হিউম্যান ট্রায়াল৷ স্বাধীনতা দিবসে তার সাফল্য ঘোষণার চেষ্টা চলছে৷ ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) মহানির্দেশক বলরাম ভার্গবের একটি চিঠি থেকে তা জেনে গেছে৷
  • দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৬২৫৫৪৪৷ জীবনহানি হয়েছে ১৮২১৩ জনের৷৷ মহারাষ্ট্র, দিল্লি, গুজরাটে প্রাণহানির সংখ্যা যথাক্রমে ৮১৭৮, ২৮৬৪ ও ১৮৮৬৷ পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ১৯৮১৯৷ প্রাণহানি হয়েছে ৬৯৯ জনের৷ দেশের মধ্যে সংক্রমণের নিরিখে এরাজ্যের ক্রম ষষ্ঠ৷
  • উত্তরপ্রদেশের কানপুরের বিকারু গ্রামে একজন ডিএসপি সহ ৮ জন পুলিশ কর্মীকে হত্যা করল দুস্কৃতীরা৷ কুখ্যাত দুস্কৃতী বিকাশ দুবেকে গ্রেপ্তার করতে গিয়েছিল পুলিশ৷ ৬০টির বেশি মামলা রয়েছে তার নামে৷

 

 

বিবিধ

  • ফরচুন প্রকাশনা সংস্থার ভারতের ব্যবসা কিনে নিল আরপি সঞ্জীব গোয়েঙ্কা গোষ্ঠী৷
  • সরোজ খান (৭১) প্রয়াত হলেন৷ মুম্বই চলচ্চিত্র মহলে তিনি পরিচিত ছিলেন মাস্টারজি নামে৷ তাঁকে বলা হত মাদার অব ইন্ডিয়ান কোরিওগ্রাফি৷ কোরিওগ্রাফার হিসেবে জাতীয় সম্মান জিতেছিলেন তিনি৷ হিন্দি ছবির অসংখ্য সুপারহিট গানের নৃত্য পরিচালনা করেছিলেন তিনি৷

 

 

 

খেলা

  • ২০১১ বিশ্বকাপ ফাইনালে ম্যাচ গড়াপেটার অভিযোগ নিয়ে তদন্ত বন্ধ করল শ্রীলঙ্কার পুলিশ৷ শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মহিন্দনন্দ অলুথগামাগে অভিযোগটি করেছিলেন৷ উপযুক্ত তথ্যের অভাবে তদন্ত বন্ধ করা হল৷
  • ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টেস্টে ইংল্যান্ডের জার্সিতে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লোগো থাকবে বলে জানানো হল৷

 

 

 

 

লাইভ টিভি দেখুন : https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল