কারেন্ট অ্যাফেয়ার্স ৩ মে , ২০১৯

570
0
Current Affairs 3 May 2019

আন্তর্জাতিক

  • জইশ ই মহম্মদ গোষ্ঠীর শীর্ষনেতা মাসুদ আজহারের বিদেশ ভ্রমণ ও অস্ত্র কেনা-বেচা নিষিদ্ধ করা এবং যাবতীয় সম্পত্তি ‘ফ্রিজ’ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে দবি করল পাকিস্তান সরকারের বিদেশমন্ত্রক।
  • পরিবেশ রক্ষার দাবিতে জার্মানিতে প্রতি শুক্রবার স্কুলে না গিয়ে প্ল্যাকার্ড সহ পথে নামার কর্মসূচি নিচ্ছে ছাত্রছাত্রীরা।   এই কর্মসূচির নাম ‘ফ্রাইডেজ ফর ফিউচার’।
  • ভারতীয় চিত্র সাংবাদিক সিদ্দিকি আহমেদ দানিশকে গ্রেপ্তার করল শ্রীলঙ্কা পুলিশ। নেগাম্বো শহরে বিনা অনুমতিতে একটি স্কুলে প্রবেশের জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়। উচ্চতর আদালত তাঁকে জামিন দিয়েছে। জঙ্গিহানার পর তিনি শ্রীলঙ্কার সংবাদ সংগ্রহে গিয়েছেন।

জতীয়

  • পুরীর কাছে উপকূলের স্থলভূমিতে আছড়ে পড়ল ঘূর্ণি ঝড় ফণী। গড় গতিবেগ ছিল ঘণ্টায় ১৭৫ কিমি। কখনও কখনও তা ঘণ্টায় ২২০ কিমি বেগেও প্রবাহিত হয়েছে। প্রভূত ক্ষতি হয়েছে ওড়িশার পুরী, ভুবনেশ্বর, কটক, ভদ্রক, জাজপুরে। মৃত্যু হল ৮ জনের।
  • জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল ৩ জন হিজবুল মুজাহিদিন জঙ্গির। বুরহান ওয়ানির গোষ্ঠীর সদস্য লতিফ টাইগারও নিহত হয়েছে বলে দাবি করল পুলিশ।
  • অভিনেতা অক্ষয়কুমার জানালেন, তিনি কানাডার নাগরিক। তাঁর পাসপোর্ট কানাডার। তবে তিনি কাজ করেন ভারতে এবং আয়কর দেন ভারতে।

বিবিধ

  • দেশে চলতি মরসুমে চিনির রেকর্ড উৎপাদন হয়েছে বলে জানানো হল। গত অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত ৩.২১ কোটি টন চিনি উৎপাদিত হয়েছে। ভারতের বার্ষিক চাহিদা ২.৬০ কেটি টন চিনি।
  • হায়দরাবাদ পর্যন্ত উড়ানে তুলনামূলক কম জ্বালানি নিয়ে যাত্রার অনুমতি দিল বিমানমন্ত্রক। পরীক্ষামূলক পদ্ধতি হিসাবে তা দেখা হবে। প্রসঙ্গত, অতিরিক্ত জ্বালানি থাকায় বিমানের ওজন বৃদ্ধি পায় ও তাতে জ্বালানি খরচ বাড়ে। হায়দরাবাদ মডেলে কেবল যাত্রাপথের ও অতিরিক্ত ৩০ মিনিটের জ্বালানি নিয়ে উড়বে বিমানগুলি।

খেলা

  • আইসিসি টি২০ বিশ্বর‍্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে উঠে এল আফগানিস্তান। অন্য দিকে, প্রথম পাঁচে রয়েছে যথাক্রমে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত।
  • প্রকাশিত হল পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির আত্মজীবনী ‘গেম চেঞ্জার’। সেখানে তিনি জানালেন, তাঁর বয়স ১৯৮০ সালে নয়, ১৯৭৫ সালে।