কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ এপ্রিল ২০২০

605
0

আন্তর্জাতিক

  • রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের শরীরে কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের প্রমাণ পাওয়া গেল৷ বিশ্বজুড়ে ৩২,৯৫,৮৮০ জন করোনায় সংক্রমিত হয়েছেন৷ প্রাণহানি হয়েছে ২,৩৩,৪১১ জনের৷ মার্কিন যুক্তরাষ্ট্রে ৬২ হাজার জনের মৃত্যু হয়েছে করোনায়৷৷ এদিকে আমেরিকার ৫০টির মধ্যে ৩৫টি প্রদেশ থেকে শাটডাউন ও অন্যান্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প৷ এদিন শতবর্ষ পূর্ণ করলেন ব্রিটেনের ক্যাপ্টেন টম মুর৷ তাঁর চেষ্টায় করোনা তহবিলে ৩ কোটি পাউন্ড উঠেছে৷
  • “ইনজেনুইটি”— নাসার মঙ্গলের জন্য তৈরি হেলিকপ্টারের এই নাম দিল ভারতীয় বংশোদ্ভুত কিশোরী ভানিজা রূপানি৷ ২৮ হাজার জনের মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে তার দেওয়া এই নামটি৷

 

জাতীয়

  • দেশে গত ২৪ ঘণ্টায় ১,৮২৩ জন আক্রান্ত হলেন করোনা ভাইরাসে৷ মৃত্যু হল ৬৭ জনের৷ দেশে এই সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৩৩,৬১০ জন৷ জীবনহানি হয়েছে ১,০৭৫ জনের৷ মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেল৷ সেখানে মৃত্যু হয়েছে ৪৩২ জনের৷ এই পরিস্থিতিতে বুদ্ধিমত্তার সঙ্গে লকডাউন তোলার ও দ্রুত অর্থনৈতিক কর্মকাণ্ড শুরুর কথা বললেন অর্থনীতিবিদ রঘুরাম রাজন৷

 

বিবিধ

  • অভিনেতা ঋষি কাপুর প্রয়াত হলেন, বয়স হয়েছিল ৬৭ বছর৷ ২ বছর ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন৷ রাজকাপুরের তৃতীয় সন্তান ছিলেন তিনি৷ ডাকনাম চিন্টু৷ মাত্র ৩ বছর বয়সে শ্রী ৪২০ ছবিতে প্রথম দেখা যায় তাঁকে৷ প্রথম অভিনীত ছবি মেরা নাম জোকার৷ নায়ক হিসাবে তাঁর প্রথম ছবি ববি৷ অমর আকবর অ্যান্টনি, হম কিসিসে কম নেহি, সরগম, প্রেমরোগ, চাঁদনি, দামিনী, বোল রাধা বোল, নয়াদৌড় প্রভৃতি জনপ্রিয় ছবিতে তিনি অভিনয় করেছেন৷ শুধু নায়ক হিসাবেই নয়, পার্শ্বচরিত্রেও তিনি ছিলেন সফল অভিনেতা৷ এক্ষেত্রে হমতুম, নমস্তে লন্ডন, ফানা, স্টুডেন্ট অব দ্য ইয়ার, কাপুর অ্যান্ড সন্স, অগ্নিপথ ছবিগুলি উল্লেখযোগ্য৷ একমাত্র ইংরেজি ছবি ডোন্ট স্টপ ড্রিসিং৷ তাঁর পরিচালিত একটিমাত্র চলচ্চিত্র আ আব লওট চলে৷ তাঁর আত্মজীবনীর নাম খুল্লামখুল্লা: ঋষিকাপুর আনলিমিটেড৷ এদিন মুম্বইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন৷ ঋষি কাপুরের স্ত্রী নীতু এবং ছেলে রনবীর ও মেয়ে ঋদ্ধিমা বর্তমান৷

 

খেলা

  • ভারতীয় ফুটবলের কিংবদন্তী চুনী গোস্বামী প্রয়াত হলেন, বয়স হয়েছিল ৮২৷ অবিভক্ত বাংলার কিশোরগঞ্জে ১৯৩৮ সালের ১৫ জানুয়ারি তাঁর জন্ম হয়েছিল৷ ৯ বছর বয়সে যোগ দেন মোহনবাগান জুনিয়র দলে৷ ১৯৫৪ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত সিনিয়র দলে খেলেন৷ মোহনবাগানের অধিনায়ক ছিলেন ৫ বছর৷ ৬টি ডুরান্ড, ১০ বার কলকাতা লিগ সহ মোহনবাগানের হয়ে ২৩টি ট্রফি জেতেন চুনী৷ বাংলার হয়ে সন্তোষ ট্রফিতে ২৫টি গোল করেছিলেন তিনি৷ দেশের হয়ে ৫০টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন ১৩টি৷ অলিম্পিক, এশিয়াড, মারডেকা কাপ ফুটবল খেলেছেন দেশের হয়ে৷ ১৯৬২ সালে জাকার্তা এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন তিনি৷ শুধু ফুটবল নয়, চুনী গোস্বামী ক্রিকেট এবং হকিও খেলেছেন পেশাদার স্তরে৷ তিনি মোহনবাগানের হয়ে হকি খেলেছেন৷ ক্রিকেটে প্রথম শ্রেণির ৪৬টি ম্যাচে ১৫৯২ রান ও ৪৭টি উইকেট রয়েছে তাঁর৷ তিনি একমাত্র ক্রীড়াবিদ যিনি সন্তোষ ট্রফি ও রঞ্জি ট্রফিতে কোন রাজ্যদলের অধিনায়ক ছিলেন৷ ১৯৬৮ সালে ওয়েস্ট ইন্ডিজ বনাম পূর্বাঞ্চল-মধ্যাঞ্চলের ম্যাচে চুনী ২ ইনিংসে ৮ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের হারাতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন৷ ১৯৬২ সালে এশিয়ার সেরা স্ট্রাইকার ফুটবলারের আন্তর্জাতিক পুরস্কার জিতেছিলেন৷ ২০০৫ সালে কলকাতার শেরিফ হন তিনি৷ অর্জুন পুরস্কার, পদ্মশ্রী সম্মানও পেয়েছিলেন৷