কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ মে, ২০১৯

721
0
daily current affairs

আন্তর্জাতিক

  • তৃতীয় বারের জন্য নীরব মোদীর জামিনের আবেদন খারিজ করল লন্ডনের ওয়েস্ট মিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালত। ভারতে ২০০ কোটি ডলারের আর্থিক জালিয়াতি মামলায় অভিযুক্ত নীরব লন্ডনের ওয়ান্ডসোয়ার্থ কারাগারে বন্দি। ভারত তাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছে।
  • আফগানিস্তানের রাজধানী কাবুলে জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের সামনে আত্মঘাতী বিস্ফোরণে নিহত হলেন ৬ জন। বিশ্ববিদ্যায়ের মধ্যে সন্ত্রাসবাদী হামললার ষড়যন্ত্র ছিল বলে পুলিশের দাবি।

জাতীয়

  • দ্বিতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন নরেন্দ্র দামোদরদাস মোদী। তাঁকে শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ২৫ জন পূর্ণমনত্রী সহ ৫৮ জন মন্ত্রী এদিন শপথ নিলেন। তাঁদের মধ্যে রয়েছেন এম জয়শঙ্কর, রাজকুমার সিং, হরদীপ সিং পুরী, অর্জুন মেঘওয়াল, প্রমুখ প্রাক্তন আমলা এবং সদানন্দ গৌড়া, অর্জুন মুন্ডা, নিঃশঙ্ক পোখরিওয়ালের মতো প্রাক্তন মুখ্যমন্ত্রী। অরুণ জেটলি এবং সুষমা স্বরাজ এই প্রথম এনডিএ সরকারে মন্ত্রী হলেন না।
  • অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ওয়াই এস জগনমোহন রেড্ডি।

বিবিধ

  • দেশের অন্যতম শেয়ার বাজার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) তাদের নতুন লোগো প্রকাশ করল। নিফটি ইনডাইসেস-এর নতুন ব্র্যান্ড লোগোতে ‘এন’ অক্ষরটিকে চাঙ্গা বাজারের সঙ্গে তাল মিলিয়ে ঊর্ধ্বমুখী করা হয়েছে।
  • রাজ্যের কারিগরি বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন পর্যদ কৃত্রিম অঙ্গ তৈরির পাঠক্রম চালুর পরিকল্পনা জানাল।

খেলা

  • মিউনিখে বিশ্বকাপ শ্যুটিঙের পদক প্রাপ্তির বিচারে প্রথম স্থান পেল ভারত। এই প্রথম কোনো শ্যুটিং বিশ্বকাপে এই সাফল্য পেল ভারত। এদিন ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টে অতুল মৌদগিল ও দিব্যাংশ পালোয়ার জুটি এবং ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে মনু ভাকের-সৌরভ চৌধুরী জুটি সোনা জিতল। ৭৬টি দেশ এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।
  •  কাজাখস্তানের আলমাতিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ২০ আন্তর্জাতিক অ্যাথলেটিক্স-এ ৫টি সোনা সহ ৮টি পদক জিতল ভারত।
  • উদ্বোধন হল ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের। ওভালে প্রথম ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড ১০৪ রানে হারাল দক্ষিণ আফ্রিকাকে। ইংল্যান্ডের বেন স্টোকসের লাফিয়ে নেওয়া ক্যাচটিকে অবিশ্বাস্য বলছেন দর্শকরা।