কারেন্ট অ্যাফেয়ার্স ৩১ জুলাই ২০১৯

1006
0

আন্তর্জাতিক

  • আল কায়দার অন্যতম শীর্ষ নেতা তথা ওসামা বিন লাদেনের পুত্র হামজা বিন লাদেন নিহত হয়েছেন বলে দাবি করল মার্কিন যুক্তরাষ্ট্র। তার মাথার দাম ১০ লক্ষ ডলার ঘোষণা করেছিল মার্কিন প্রশাসক। ২০১৮ সালে তার নাগরিকত্ব খারিজ করেছিল সউদি আরব সরকার। সৌদি রাজ পরিবার ধ্বংসের হুমকি দিয়েছিল সে। তবে কোথায়, কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানানো হয়নি।
  • রাশিয়ায় আন্দোলনের মুখ হয়ে উঠলেন ১৭ বছরের কিশোরী ওলগা মিসিক। হাতে সংবিধান নিয়ে তিনি বসে পড়েছিলেন রুশ রাজপথে রায়ট পুলিশের সামনে। শান্তিপূর্ণ মিছিলে পুলিশের লাঠি চালানোর প্রতিবাদে শামিল হয়েছিলেন মিসিক।
  • ওয়েস্ট ব্যাঙ্কে প্যালেস্তাইনের বাসিন্দাদের জন্য ৭০০ আবাসন তৈরির সিদ্ধান্ত নিল ইজরায়েল প্রশাসন।

 

জাতীয়

  • ভি জি সিদ্ধার্থের (৫৯) প্রাণহীন দেহ উদ্ধার হল কর্নাটকে ম্যাঙ্গালুরুর কাছে বেত্রবতী নদী থেকে। অনুমান করা হচ্ছে তিনি আত্মঘাতী হয়েছেন। তাঁর স্ত্রী মালবিকা ও দুই ছেলে রয়েছেন। চিকমাগালুরে পারিবারিক কফি বাগানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সিদ্ধার্থ ‘কাফে কফি ডে’ নামক সংস্থার প্রধান এবং কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণের জামাতা। মৃত্যুর আগে আয়কর দপ্তর ও ব্যবসার অংশীদারদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন সিদ্ধার্থ।
  • নিজের প্রাণনাশের আশঙ্কা এবং উত্তরপ্রদেশের বাইরের কোনো আদালতে মামলা নিয়ে যাওয়ার জন্য প্রধান বিচারপতিকে ২ সপ্তাহ আগে চিঠি লিখেছিলেন উন্নাওয়ের নিগৃহীতা। সেই চিঠি কেন পাননি তা সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলের কাছে জানতে চাইলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।
  • এই প্রথম হাইকোর্টের কোনো বিচারপতির বিরুদ্ধে তদন্ত করতে চলেছে সিবিআই। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি এস এন শুক্লর বিরুদ্ধে ওই মামলার অনুমতি দিলেন দেশের প্রধান বিচারপতি।

 

বিবিধ

  • খবরে প্রকাশ, গত জুন মাসে দেশের ৮টি পরিকাঠামো ক্ষেত্রে বৃদ্ধির হার ছিল ৭.৮ শতাংশ।
  • পেমেন্টস ব্যাঙ্ককে স্মল ফিনান্স ব্যাঙ্কে রূপান্তরিত করার সিদ্ধান্ত জানাল জাতীয় ডাক বিভাগ। ১০০ দিনে ১ কোটি অ্যাকাউন্ট খোলার লক্ষ্যমাত্রা জানাল তারা।
  • চা-এর নিলামে প্রতি কেজি ‘গোল্ডেন টিপস’ চা ৭০৫০১ টাকায় বিক্রি হল। এই রেকর্ড গড়ল ডিব্রুগড়ের মাইজান বাগানের চা।

 

খেলা

  • দক্ষিণ কাশ্মীরে ১০৬ টিএ ব্যাটেলিয়নের হয়ে কাজ শুরু করলেন টেরিটোরিয়াল আর্মির লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র সিং ধোনি। ধোনি যে বাহিনীর সঙ্গে কাজ করছেন তার নাম ‘ভিক্টর ফোর্স’।
  • আসন্ন অলিম্পিক টেস্ট ইভেন্টে ভারতীয় হকি দলকে হরমনপ্রীত সিং নেতৃত্ব দেবেন বলে জানানো হল। এই প্রতিযোগিতায় জাপান, মালয়েশিয়া, নিউজিল্যান্ড ও ভারত অংশ নেবে।