কারেন্ট অ্যাফেয়ার্স ৩১ জুলাই ২০২০

597
0
Current Affairs 2nd November

আন্তর্জাতিক

  • করোনা ভাইরাসের হানায় টালমাটাল গোটা বিশ্বের অর্থনীতিই৷ গত এপ্রিল-জুন ত্রৈমাসিকে বিশ্বের বিভিন্ন দেশ তাদের বৃদ্ধির হার প্রকাশ করতে সেই আশঙ্কাই স্পষ্ট হল৷ কারণ এই সময় প্রায় গোটা বিশ্বেই ছিল লকডাউন বা অনুরূপ পরিস্থিতি৷ মার্কিন যুক্তরাষ্ট্রে ওই সময়ে রেকর্ড ৩৩.৯ শতাংশ হ্রাস পেয়েছে বৃদ্ধির হার যা ১৯৫৮ সালের রেকর্ড ভেঙে দিল৷ ফ্রান্স, ইতালি, স্পেন ও জার্মানির জিডিপি যথাক্রমে ১৪, ১২.৪, ১৮.৫ এবং ১০.১ শতাংশ হ্রাস পেয়েছে৷ রাষ্ট্রসঙ্ঘের বিশ্ব পর্যটন সংস্থার তথ্য অনুযায়ী গত এপ্রিল থেকে ৯৭ শতাংশ হ্রাস পেয়েছে বিশ্বের পর্যটন শিল্প৷ এদিকে বিশ্বে এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১,৭৬,৪৪,৮৯৩ জন এবং প্রাণহানি হয়েছে ৬,৭৯,৯২৫ জনের৷
  • করোনা পরিস্থিতির কথা তুলে হংকং আইনসভার নির্বাচন ৬ সেপ্টেম্বর থেকে অন্তত ১ বছরের জন্য পিছিয়ে দিলেন সেখানকার শাসক ক্যারি-ল্যাম৷ আইনসভার অর্ধেক আসন চিনপন্থীদের মনোনীতদের জন্য বরাদ্দ৷ বাকি আসনের নির্বাচনে গণতন্ত্রকামীদের জয় ঠেকাতেই নির্বাচন স্থগিত করা হল বলে বিরোধীদের দাবি৷ নতুন প্রতিরক্ষা আইনে চিনের প্রভাব বৃদ্ধির পর এটাই হতে চলেছে সেখানে প্রথম নির্বাচন৷

 

 

জাতীয়

  • করোনা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যার বিচারে বিশ্বে পঞ্চম স্থানে উঠে এল ভারত৷ প্রথম চারটি স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ব্রিটেন এবং মেক্সিকো৷ ভারতে এখনও পর্যন্ত ৩৫,৭৪৭ জন প্রাণ হারিয়েছেন করোনায়৷ তার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই ৭৭৯ জন৷ গত ২৪ ঘণ্টায় ৫৫,০৭৮ জন সংক্রমিত হয়েছেন৷ মোট সংক্রমিত হয়েছেন ১৬,৩৮,৮৭০ জন৷  বর্তমানে প্রতি ২ দিনে দেশে ১ লক্ষ জন সংক্রমিত হচ্ছেন৷ ২১ দিনে দ্বিগুণ হচ্ছে সংক্রমণ সংখ্যা৷
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দপ্তর (সিএমও) পেল স্কচ ফাউন্ডেশনের সর্বোচ্চ ডিজিটাল ইন্ডিয়া প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড৷ ৪ হাজার মনোনয়নের মধ্যে থেকে এই পুরস্কার পেল দপ্তরটি৷

 

 

বিবিধ

  • অধ্যবসায়ের নতুন রেকর্ড গড়লেন হায়দরাবাদের ৫১ বছর বয়স্ক মহম্মদ নুরউদ্দিন৷ ১৯৮৭ সাল থেকে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা এসএসসি-তে বসছেন তিনি, কৃতকার্য হতে না পারলেও হাল ছেড়ে দেননি৷ ইংরেজি বিষয়ে আটকে গিয়েছেন৷ এবছর করোনা পরিস্থিতিতে সকল পরীক্ষার্থীকে উত্তীর্ণ ঘোষণা করেছে তেলেঙ্গানা সরকার৷ নুরও তাই ৩৩ বারের চেষ্টায় এসএসসি উত্তীর্ণ হলেন৷

 

 

খেলা

  • ত্রীড়াক্ষেত্রে জাতীয় পুরস্কার প্রাপকদের বেছে নিতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মুকুন্দকম শর্মার নেতৃ্ত্বে একটি কিমিটি গড়ল কেন্দ্রীয় সরকার৷ সেখানে ঠাঁই পেলেন বীরেন্দ্র শেহবাগ, সর্দার সিং, দীপা মালিক প্রমুখ৷
  • সমাজসেবার উদ্দেশ্যে একটি সংস্থা গড়লেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর৷ সংস্থার নাম ‘পঙ্খ’৷

 

 

 

লাইভ টিভি দেখুন:      https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল