কারেন্ট অ্যাফেয়ার্স ৩১ মার্চ ২০১৮

840
0
current-affairs-31032018-picture

জাতীয়

  • পশ্চিমবঙ্গে আসন্ন পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশ করলেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিং। রাজ্যে ৩ দফায় নির্বাচনের দিন ঘোষণা করলেন তিনি।
  • দ্রুত নজরদারির লক্ষ্যে নির্মিত ফাস্ট পেট্রল ভেসেল ‘অ্যানি বেসান্ত’ হাতে পেল ভারতীয় €উপকূলরক্ষী বাহিনী। এটি নির্মাণ করেছে গার্ডেনরিচশিপ বিল্ডার্স। এদিন বাহিনীর হাতে জলযানটি তুলে দেওয়া হল।

আন্তর্জাতিক

  • গাজা ভূখণ্ডে প্যালেস্টাইনের নাগরিকদের ওপর ইজরায়েলি সেনার গুলিতে মৃত্যু হল ১২ জনের। ২৪ ঘণ্টা আগে একইভাবে মৃত্যু হয়েছিল ৭ জনের। দুদিনে জখম হলেন ১৫০০ জনেরও বেশি বিক্ষোভকারী। ইজরায়েল স্টৃষ্টির ৭০ তম বর্ষে আগামী ১৪ মে জেরুজালেমে মার্কিন দূতাবাস খোলার কথা। তার আগে থেকেই প্রতিবাদের কর্মসূচী শুরু করেছে প্যালেস্টাইন। সেখানেই গুলি চালানোর অভিযোগ উঠল ইজরায়েলের বিরুদ্ধে। প্যালেস্টাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস দিনটিকে ‘জাতীয় শোক দিবস’ বলে পালনের কথা জানালেন।
  • সাড়ে ৫ বছর পর নিজের শহর পাকিস্তানের সোয়াট উপত্যকার মিনগোরায় পৌঁছলেন মালালা ইউসুইজাই। কড়া নিরাপত্তায় সেনা বাহিনীর হেলিকপ্টারে তাঁকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল অল্প কিছু সংয়ের জন্য।

খেলা

  • ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) পরবর্তী দুর্নীতি দমন অফিসার হবেন রাজস্থানের প্রাক্তন ডিজি অজিত সিং। ৩১ মে নীরজ কুমারের মেয়াদ শেষ হওয়ার পর তিনি দায়িত্ব নেবেন। এদিন তাঁর নিয়োগের সংবাদ জানাল বিসিসিআই।
  • সুপার কাপের প্রথম দিনেই হার মানল আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাইয়ান এফসি। তাদের হারাল আইজল এফসি।
  • মেয়েদের ত্রিদেশীয় টি ২০ প্রতিযোগিতায় অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হল। এদিন মুম্বাইয়ে ফাইনালে তারা হারাল ইংল্যাণ্ডকে। এদিন অস্ট্রেলিয়ার ২০৪/৪ রানই মেয়েদের আন্তর্জাতিক টি ২০ প্রতিযোগিতায় সর্বোচ্চ রানের নজির গড়ল।
  • জিম্বাবোয়ে ক্রিকেট দলের কোচের পদ থেকে হিথ স্ট্রিককে সরিয়ে দেওয়া হল। প্রসঙ্গত, আসন্ন বিশ্বকাপ ক্রিকেটের মূলপর্বে উঠতে ব্যর্থ হয়েছে জিম্বাবোয়ে।

বিবিধ

  • সেন্ট্রাল বোর্ড অব এক্সাইজ অ্যান্ড কাস্টমসের নাম বদলে হল সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস।
  • আইসিআইসিআই ব্যাঙ্কের সিইও ছন্দা কোছর, তাঁর স্বামী দীপক কোছর এবং ভিডিওকন গোষ্ঠীর কর্ণধার বেণুগোপল ধূতের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করল সিবিআই। ২০১২ সালে ভিডিওকন সংস্থাকে ব্যাঙ্ক থেকে ৩২৫০ কোটি টাকা ঋণ নিয়ম মেনে দেওয়া হয়েছিল কীনা তা তদন্ত করে দেখা হবে। ভিডিওকন সংস্থা দীপক কোছরকে অনৈতিক সুবিধা দিয়েছিল বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে ভিডিওকনকে দেওয়া ঋণের ৮৬ শতাংশ অনাদায়ী থেকে গেছে। ২০১৭ সালে তা অনুৎপাদক সম্পদ হিসাবে ঘোষিত হয়েছে।
  • পশ্চিমবঙ্গের ইলেক্ট্রোস্টিল স্টিলস কেনার জন্য বিভিন্ন সংস্থার মধ্যে বেদান্ত গোষ্ঠী সর্বোচ্চ দর দিয়েছে বলে এদিন সংস্থার তরফে জানানো হল।