কারেন্ট অ্যাফেয়ার্স ৩১ মার্চ, ২০১৯

598
0
daily current affairs

আন্তর্জাতিক

  • স্লোভাকিয়ার রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মারোস সেফকোভিচ। এই প্রথম কোনো মহিলা স্লোভাকিয়ার রাষ্ট্রপতি হচ্ছেন। তিনি ইউরোপিয়ান ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পদ আনুষ্ঠানিক।
  • পাকিস্তানের নতুন বিদেশ সচিব নির্বাচিত হলেন সোহেল মাহমুদ। তিনি ২০১৭ সাল থেকে ভারতে পাক হাইকমিশনার পদে নিযুক্ত ছিলেন।
  • আফগানিস্তানে ‘আফগানিস্তান টিভি স্টার’ প্রতিযোগিতায় জয়ী হলেন জাহরা এলহাম। গত ১৩ বছরে এই প্রথম কোনো মহিলা এই শো-এ চ্যাম্পিয়ন হলেন। তিনি সংখ্যা লঘু হাজারা জনগোষ্ঠীর মেয়ে। তালিবান প্রভাবিত অঞ্চলে কোনো মহিলার সংগীত চর্চা একটি দৃষ্টান্তমূলক ঘটনা।

জাতীয়

  • মহারাষ্ট্রে নির্বাচন কমিশনের শুভেচ্ছা দূত হলেন গৌরী সাবন্ত। তিনি একজন রূপান্তরকামী সমাজকর্মী।
  • বাবা-মা ভোট দিলে ছাত্রছাত্রীরা পরীক্ষায় ১ নম্বর বেশি পাবে— কর্নাটকের বেসরকারি স্কুললগুলি এই উদ্যোগ নিল। বাবা-মা দুজনেই দিলে প্রতি ছাত্রছাত্রী ২ নম্বর অতিরিক্ত পাবে।
  • মুলতানপুর জেলার নাম বদলে কুশভবনপুর করার জন্য উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম লায়ের চিঠি লিখলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে।
  • নিজামাবাদ কেন্দ্রে ১৮৫ জন প্রার্থী থাকায় ভোট ব্যালটে নেওয়া হবে বলে প্রথমে জানিয়েছিল নির্বাচন কমিশন। এদিন জানানো হল, ইভিএমেই ভোট হবে। প্রতি কেন্দ্রে ১২টি করে ভোট যন্ত্র লাগবে বলে জানা গেল।

বিবিধ

  • ১৩০ বছর পূর্ণ করল আইফেল টাওয়ার।
  • ২০১৬ সালের ৮ নভেম্বর নোট বাতিল পর্বের পরের অর্থবর্ষে ২০১৭-১৮ সালে দেশে সন্দেহজনক লেনদেন ছিল ১৪ লক্ষ। তার আগের বছরের তুলনায় তা ১৪০০ শতাংশ বেশি। এই তথ্য জানাল ফিনানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।

খেলা

  • নয়াদিল্লিতে ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হলেন অ্যাক্সেলসেন। রানার্স হলেন কিদাম্বি শ্রীকান্ত।
  • ১০১তম ট্রফি জিতলেন রজার ফেডেরোর। এদিন তিনি মায়ামি মাস্টার্সে চ্যাম্পিয়ন হলেন। ফাইনালে তিনি হারালেন জন ইসনারকে। মেয়েদের সিঙ্গলসে অ্যাশলে বার্টি চ্যাম্পিয়ন হলেন। ফাইনালে তিনি হারালেন জন ইসনারকে।
  • একদিনের ক্রিকেটের সিরিজে অস্ট্রেলিয়া ৫-০ ব্যবধানে হারাল পাকিস্তানকে।
  • এশীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেলের পুরুষ ও মহিলা বিভাগে সোনা জিতলেন ভারতের যথাক্রমে দিব্যাংশ সিং পানওয়ার ও এলাভেনিল ভালরিভান।
  • আইপিএলে কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে অভিষেক হল প্রয়াস রায়বর্মণের। ১৬ বছর ১৫৭ দিন বয়সী প্রয়াস আরসিবি দলের হয়ে খেলছেন।