আন্তর্জাতিক
- মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনায় ফুঁসে উঠল সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রই৷ বিভিন্ন স্থানে বিক্ষোভ, ভাঙচুর লুঠপাটের ঘটনা ঘটেছে৷ ২২টি শহরে গ্রেপ্তার হয়েছেন ২০০০ জন৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার কয়েকটি প্রদেশে ন্যাশনাল গার্ডের পুরো বাহিনীই রাস্তায় নামল৷
- সংবিধান সংশোধনী বিল সংসদে পেশ করল নেপালের কে পি ওলি সরকার৷ ভারতের লিপুলেখ, কালাপানি, লিম্পিয়াধুরাকে সেখানে নেপালের অংশ বলে দাবি করা হয়েছে৷
- বিশ্বে কোভিড ১৯-এ আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬২২৫৭২১৷ প্রাণহানির সংখ্যা ৩৭২৭৩৫৷ ব্রাজিলে সংক্রমণ সংখ্যা অতিক্রম করল ৫ লক্ষের সীমা৷
জাতীয়
- দেশে করোনা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা ৫ হাজার অতিক্রম করল৷ গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ৮৩৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ দেশে মোট কোভিড ১৯ রোগে আক্রান্ত হয়েছেন ১৮২১৪৩ জন৷ সুস্থ হয়েছেন ৮৬৯৮৩ জন৷ মোট সংক্রমণের তালিকায় জার্মানিতে টপকে বিশ্বে অষ্টমস্থানে উঠে এল ভারত৷ পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫৫০১৷ এর মধ্যে অ্যাক্টিভ কোভিড রোগী হলেন ৩০২৭ জন৷ করোনায় রাজ্যে ২৪৫ জনের মৃত্যু হয়েছে৷ কো-মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে আরও ৭২ জনের৷
বিবিধ
- স্পেস এক্স সংস্থার রকেটে চড়ে নির্বিঘ্নে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছলেন মার্কিন নভশ্চর রবার্ট এল বেনকেন ও ডগলাস জি হার্লে৷ রকেটটির ক্যাপসুল “ক্রু ড্রাগন” নিখুঁতভাবে যুক্ত হয়েছে৷ এই প্রথম বেসরকারি সংস্থার সফল মহাকাশ অভিযানে কোন মহাকাশচারী ওই কেন্দ্রে পা রাখলেন৷ মার্কিন যুক্তরাষ্ট্রের মাটি থেকে ৯ বছর পর এই প্রথম কোন মহাকাশচারীকে মহাকাশ কেন্দ্রে পাঠানো হল৷
- ভারতের সামোসার (সিঙাড়া) আদলে স্কমোসা বানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন৷ তিনি সেই ছবি পাঠালেন ভারতের প্রধানমন্ত্রীকে৷
- বছরে ১ লক্ষ টাকার বেশি বিদ্যুৎ বিল দিলে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করল প্রত্যক্ষ কর পর্ষদ৷
খেলা
- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন স্প্রিন্টার ববি মরো (৮৪) প্রয়াত হলেন৷ ১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিকে ১০০ মিটার, ২০০ মিটার ও রিলে রেসে সোনার পদক জিতেছিলেন তিনি৷
- করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ১৯৯৮ সালে এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় বক্সার ডিঙ্কো সিং৷ তিনি সম্প্রতি যকৃৎ ক্যানসারের চিকিৎসায় মণিপুর থেকে দিল্লি গিয়েছিলেন৷ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি দিল্লি যান ও সড়ক পথে ইম্ফল ফেরেন৷