কারেন্ট অ্যাফেয়ার্স ৪ জানুয়ারী, ২০১৯

810
0
Current Affairs 4th Jan 2019

আন্তর্জাতিক

  • বাংলাদেশের বিরোধী দলনেতা সাব্যস্ত হলেন হুসেইন মহম্মদ এরশাদ। তাঁর দল জাতীয় পার্টি নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোটে অংশ নিয়েছিল। বিগত সরকারে তাঁরা মন্ত্রিসভার সদস্য ছিলেন।
  • বিবাহ বিচ্ছেদের নতুন নিয়ম প্রচলনের কথা জানাল সৌদি আরব। সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমনের ভিশন ২০৩০, প্রকল্পের অংশ এটি। এতদিন খোরপোশ দূরের কথা, স্ত্রীদের ন্যূনতম বিচ্ছেদের সংবাদ জানানোর সংস্থানও ছিল না সৌদি আরবে।
  • সব থেকে শক্তিশালী বোমা তৈরির দাবি জানাল চিন। এতদিন মার্কিন যুক্তরাষ্ট্রের জিবিইউ-৪৩/বি ছিল সবচেয়ে শক্তিশালী। তবে এটি পরমাণু বোমা নয়। একে বলা হচ্ছে মাদার অব অল বম্বস।
  • মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে স্পিকার হিসাবে শপথ নিলেন ন্যান্স পেনোমি।
  • হিজাব পরে শপথ গ্রহণ করলেন ইলহান ওজর। মার্কিন কংগ্রেসে প্রথম তিনিই হিজাব পরে শপথ গ্রহণ করলেন।

জাতীয়

  • আকাশবাণীর আমেদাবাদ, হায়দরাবাদ, লক্ষ্ণৌ, শিলং তিরুবনন্তপুরম— এই পাঁচ শহরের ন্যাশনাল চ্যানেল ও আঞ্চলিক সম্প্রচার, মাল্টিমিডিয়া প্রশিক্ষণ কেন্দ্র (আরএবিএম) বন্ধ করা হচ্ছে বলে জানাল প্রসার ভারতী। অন্যত্র কর্মী সংখ্যা কমানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • কেরলের শবরীমালা মন্দিরে তৃতীয় মহিলা হিসাবে প্রবেশ করলেন শ্রীলঙ্কার দর্শনার্থী শশিকলা(৪৬)। এ দিকে মন্দিরে প্রথমবার দুই মহিলা প্রবেশের পর মন্দিরে দুধ ঢেলে শুদ্ধ করার ঘটনায় প্রধান পু্রোহিত (তন্ত্রী) কান্ডারারু রাজীবারুকে কারণ দর্শাতে বলল ত্রাভাঙ্কোর দেবস্বম বোর্ড।

বিবিধ

  • রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি গত অর্থবর্ষে যে শিক্ষাঋণ দিয়েছে তার ৯ শতাংশ অনুৎপাদক সম্পদে পরিণত হয়েছে বলে জানাল আইবিএ। নার্সিং ও ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এই সমস্যা বেশি ছিল বলে জানানো হল।

খেলা

  • সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭ উইকেটে ৬২২ রান করে ইনিংস ডিক্লেয়ার করল ভারত। চেতেশ্বর পূজারা ১৯৩ রান করে আউট হলেন। ঋষভ পন্থ ১৫৯ রান করে অপরাজিত থাকলেন। নবম টেস্টে এটি তাঁর দ্বিতীয় শতরান। বিদেশের মাটিতে কোনো ভারতীয় উইকেট রক্ষকের এটিই সর্বোচ্চ রান।
  • কর্নেল সি কে নাইডু ট্রফির কোয়ার্টার ফাইনালে উঠল বাংলা। এটি অনূর্ধ্ব ২৩ প্রতিযোগিতা।
  • ষষ্ঠ প্রো কবাডি লিগে ফাইনালে উঠল বেঙ্গালুরু বুলস ও গুজরাট ফরচুন জায়ান্টস।