কারেন্ট অ্যাফেয়ার্স ৪ জুলাই ২০১৮

645
0

জাতীয়

  • শুক্রা হেমা নামে একজন শিক্ষিকার মাথা তরোয়াল দিয়ে কেটে সেই কাটা মুন্ডু জঙ্গলে ফেলে পালাল এক দুষ্কৃতী। ঝাড়খণ্ডের সরাইকেল্লার খাপরাসাই প্রাথমিক বিদ্যালয়ে ওই শিক্ষিকা মিড ডে মিল বণ্টন করছিলেন। অভিযুক্ত হেরি হেমব্রম মানসিক ভারসাম্যহীন বলে পুলিশ জানিয়েছে।
  • ত্রিপুরার প্রয়াত মহারাজা বীরবিক্রম মাণিক্য কিশোরের নামে আগরতলা বিমানবন্দরের নামকরণের প্রস্তাব অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
  • দিল্লির আসল ক্ষমতা নির্বাচিত সরকারের হাতেই। সরকার তার সিদ্ধান্ত উপরাজ্যপালকে জানাতে বাধ্য। কিন্তু প্রতি ক্ষেত্রে উপরাজ্যপালের সম্মতির প্রয়োজন নেই। উপরাজ্যপাল দিল্লির প্রশাসক, কিন্তু তিনি রাজ্যপাল নন। এদিন এই রায় দিল সুপ্রিম কোর্ট।

আন্তর্জাতিক

  • ইউরোপের কয়েকটি দেশে সফর শুরু করলেন ইরানের রাষ্ট্রপতি হাসান রোহানি। ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সরে গেলেও ইউরোপের অন্য দেশগুলি যাতে সরে না যায়, সেই উদ্দেশ্যেই এই সফরে বেরিয়েছেন তিনি।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থার প্রধান পদে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত উত্তম ধিলোঁ। প্রসঙ্গত, মার্কিন মুলুকে প্রতি ৯ মিনিটে এক জনের প্রাণহানি হয় অতিরিক্ত মাদক সেবনের কারণে।
  • ব্যবসায়িক সফরে ফ্রান্সে গিয়ে মৃত্যু হল শিল্পপতি ওয়াং জিয়ানের। তিনি এইচ এন এ শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান।

খেলা

  • ফিফার ২০১৭-১৮ সালের বর্ষসেরা ফুটবলার বাছাইয়ের কমিটিতে ঠাঁই পেলেন ফাবিও কাপালো, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড এবং ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রোনাল্ডো।
  • উইম্বলডনের প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেন মারিয়া শারাপোভা। ২০১১ ও ২০১৪ সালের চ্যাম্পিয়ন পেত্রা কিতোভাও পরাস্ত হলেন প্রথম রাউন্ডেই।
  • ইন্দোনেশিয়া ওপেনের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলেন ভারতের পি ভি সিন্ধু।
  • রাশিয়া বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও উরুগুয়ে, ব্রাজিল ও বেলজিয়াম, ইংল্যান্ড ও সুইডেন। নিচের র‍্যাঙ্কিং ৭০-এ থাকা আয়োজক দেশ রাশিয়া শেষ আটে পৌঁছে চমকে দিল ফুটবল বিশ্বকে।

বিবিধ

  • আঞ্চলিক, গ্রামীণ ব্যাঙ্কগুলিকে মূলধন জোগানোর প্রকল্প আরও ৩ বছরের জন্য বৃদ্ধি করল কেন্দ্র। ২০১০-১১ সালে তা শুরু হয়েছিল।
  • ১৪টি খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বাড়াল কেন্দ্র। চাল কেনার ক্ষেত্রে প্রতি কুইন্টালে ২০০ টাকা বাড়িয়ে করা হল ১৭৫০ টাকা। বজরা, রাগি, তৈলবীজের ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য ৪৫ থেকে ৫২ শতাংশ, মুগডালের ক্ষেত্রে ২৫ শতাংশ বৃদ্ধি পেল।
  • দৃষ্টিহীন নাগরিকদের জন্য ব্রেইল ভোটর কার্ড চালু করা হবে বলে জানাল নির্বাচন কমিশন। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য বিশেষ বুথের কথাও জানানো হল।