কারেন্ট অ্যাফেয়ার্স ৪ জুন ২০২০

822
0

আন্তর্জাতিক

  • মার্কিন যুক্তরাষ্ট্রে তিন শতাধিক শহরে ছড়িয়ে পড়ল কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যার বিরুদ্ধে আন্দোলন৷ বিক্ষোভকারীরা এদিন ভাঙচুর চালাল ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের সামনে মহাত্মা গান্ধীর একটি ব্রোঞ্জের মূর্তিতে৷ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় ক্ষুদ্ধ হয়ে নিবন্ধ লিখলেন সাহিত্যিক সলমন রুশদি৷ প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামাও মুখ খুললেন৷ এই হত্যাকাণ্ডে অভিযুক্ত শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক শভিনের বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি হত্যার মামলা করা হয়েছে৷ এএদিন জানা গেল, ফ্লয়েড উপসর্গহীন করোনায় আক্রান্ত ছিলেন৷ অন্যদিকে ডেরেকের বিরুদ্ধে আগে ১৭ বার বিভিন্ন অভিযোগ জমা পড়েছিল৷ এমনকি আগেও এক কৃষ্ণাঙ্গ তরুণকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছিল গত ৬ মে৷
  • বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৬,৪০,৫৭৫ জন৷ মৃত্যু হয়েছে ৩,৮৯,৯৬৫ জনের৷ মোট সংক্রমণ সংখ্যায় পাকিস্তান অতিক্রম করে গেল চিনকে৷ বিশ্বে এখন সংক্রমণ সংখ্যায় তাদের ক্রম সপ্তদশ৷ সেখানে আক্রান্তের সংখ্যা ৮৫,২৪৬, মৃত্যু হয়েছে ১,৭৭০ জনের৷

 

জাতীয়

  • অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে ভিডিওতে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ দুদেশের মধ্যে এদিন ৭টি চুক্তি সম্পাদিত হল৷ দুই দেশ পরস্পরের মাটিতে সামরিক ঘাঁটি ব্যবহার, যৌথ নৌ মহড়ার সিদ্ধান্ত নিল৷
  • দেশে গত ২৪ ঘণ্টায় ৯,৩০৪ জন করোনা ভাইরাসে সংক্রমিত হলেন ও মৃত্যু হল ২৬০ জনের৷ সব মিলিয়ে দেশে ২,১৬,৯১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ মৃত্যু হয়েছে মোট ৬০,৭৭৫ জনের৷ মহারাষ্ট্রে ৭৪,৮৬০ জন আক্রান্ত হয়েছেন, প্রাণহানি হয়েছে ২,৫৮৭ জনের৷
  • পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূল অঞ্চলে ঘূর্ণিঝড় আমফান যে ক্ষয়ক্ষতি করেছে তার জন্য অর্থসহায়তা বাবদ ২০ কোটি ইউরো (১৬৯৭.৮ কোটি টাকা) দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারকে জানাল ফ্রান্স৷ বিশ্বব্যাঙ্কের মাধ্যমে ওই অর্থ আসার কথা৷

 

বিবিধ

  • চলচ্চিত্র পরিচালক বাসু চট্টোপাধ্যায় (৯০) প্রয়াত হলেন৷ প্রথম জীবনে মুম্বইয়ে একটি ট্যাবলয়েডে কার্টুনিস্ট ও ইলাস্ট্রেটর হিসাবে কাজ শুরু করেছিলেন৷ বাসু ভট্টাচার্যের ‘তিসরি কদম’ ছবিতে তিনি সহকারী পরিচালকের কাজ করেছিলেন৷ পরিচালক হিসাবে তাঁর প্রথম ছবি ‘সারা আকাশ’ (১৯৬৯)৷ এরপর একে-একে ‘রজনীগন্ধা’, ‘ছোটি সি বাত’, ‘দিল্লাগি’, ‘খাট্টা মিঠা’, ‘বাঁতো বাঁতো মে’, ‘পিয়া কা ঘর’, ‘জিনা ইয়াহা’ প্রভৃতি বহু ছবি নির্মাণ করেন তিনি৷ তাঁর ‘মঞ্জিল’ ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন৷ মুম্বইয়ের বিখ্যাত টেলিভিশন ধারাবাহিক ‘রজনী’ ও ‘ব্যোমকেশ বক্সি’র পরিচালকও বাসু চট্টোপাধ্যায়৷ ‘হঠাৎ বৃষ্টি’, ‘হচ্ছেটা কী’, ‘হঠাৎ সেই দিন’— এই তিনটি বাংলা ছবি পরিচালনা করেন তিনি৷

 

খেলা

  • ২০২২ সালের ডিসেম্বর মাসে মেয়েদের সিনিয়র এশিয়ান কাপ ফুটবলের আয়োজনের দায়িত্ব পেল ভারত৷
  • প্রথম ভারতীয় ক্লাব হিসাবে এশিয়ান চ্যাম্পিয়ন লিগের গ্রুপ পর্যায়ে সরাসরি খেলার সুযোগ পেল এফসি গোয়া৷