কারেন্ট অ্যাফেয়ার্স ৪ ফেব্রুয়ারি ২০২০

765
0

আন্তর্জাতিক

  • করোনা ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা দাঁড়াল ৪২৫। এই সংক্রমণে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২০৪৩৮ জন। এতদিন বিশ্বের যে-কোনো প্রান্তেই করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সঙ্গে চিনের যোগ পাওয়া গিয়েছে। এই প্রথম সিঙ্গাপুরে স্থানীয় ভাবে করোনা ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটল। সিঙ্গাপুরে ২৪ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন।
  • ২০১৯ সালে আফগানিস্তানে ১৪ হাজার আইএস সন্ত্রাসবাদী আত্মসমর্পণ করেছিলেন। তাঁদের মধ্যে পাকিস্তান, তুরস্ক, মালদ্বীপ ছাড়া ফ্রান্স ও ভারতের নাগরিকরাও রয়েছেন। তবে সিংহভাগই আফগান। রাষ্ট্রসঙ্ঘ প্রকাশিত একটি রিপোর্ট থেকে এই তথ্য জানা গেল।
  • দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি জ্যাকব জুমার বিরুদ্ধে দুর্নীতির ১৮টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করল সে দেশের একটি আদালত।

 

জাতীয়

  • গোটা দেশে জাতীয় নাগরিক পঞ্জীকরণ (এনআরসি) চালু করা নিয়ে সরকারি ভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিন সংসদে একথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। এনপিআর—প্রক্রিয়ায় নথি প্রদর্শন আবশ্যক নয় বলে জানালেন তিনি।
  • গত ২ সপ্তাহের মধ্যে যাঁরা চিনে গিয়েছেন তাঁদের জন্য ভারতে আসার দরজা বন্ধ করল ভারতের বিদেশমন্ত্রক। এক্ষেত্রে ই-ভিসা দেওয়া হয়ে থাকলে তা বাতিল করা হল। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

বিবিধ

  • গত সেপ্টেম্বর মাসে দেশে খুচরো বাজারের মূল্যবৃদ্ধি ছিল ৩.৯৯ শতাংশ যা গত ১৪ মাসে সর্বোচ্চ। এই সময়ের পাইকারি বাজারে মূল্যবৃদ্ধি ছিল ০.৩৩ শতাংশ যা গত ৩৬ মাসে সর্বনিম্ন। এই তথ্য প্রকাশ করল কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর।
  • ‘দেশের অর্থনীতি গুরুতর চ্যালেঞ্জের মুখে।’ একটি নিবন্ধে এই মন্তব্য করলেন অর্থনীতিবিদ পরকাল প্রভাকর। তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী।
  • ভারতে ১০০ লক্ষ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস রয়েছে, এখনও যার অনুসন্ধান করাই হয়নি।মন্তব্য করলেন ব্রিটিশ পেট্রোলিয়াম সংস্থার সি-ই-ও বব ডুডলি।

 

খেলা

  • বাহরিন আন্তর্জাতিক ব্যাডমিন্টনে ভারতীয়দেরই জয়জয়কার ধ্বনিত হল।পুরুষদের সিঙ্গলসে রানার্স হলেন ইরা শর্মা। ডাবলসে চ্যাম্পিয়ন হলেন জুহি দেওয়ানগণ-ভেঙ্কট গৌরব প্রসাদ।
  • প্রো কবাডি লিগের সেমি ফাইনালে উঠল বেঙ্গালুরু বুলস। শেষ চারে তাদের প্রতিপক্ষ দাবাং দিল্লি।
  • মেয়েদের ক্রিকেটে ভারত ৬ রানে দক্ষিণ আফ্রিকাকে হারাল। ৩ ম্যাচের সিরিজে তারা ৩-০ ব্যবধানে জিতল। অধিনায়ক হিসেবে শততম ম্যাচ জিতলেন মিতালি রাজ।
  • ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই-এর সভাপতি পদে নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।