আন্তর্জাতিক
- দক্ষিণ থাইল্যান্ডে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘পাবুক’। অন্তত তিন ব্যক্তির মৃত্যু হল এই ঘূর্ণিঝড়ের দাপটে।
- চিনের সামরিক বাহিনীকে যে-কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন চিনের রাষ্ট্রপতি জি শিনপিং। চিনের রাষ্ট্রপ্রধান সে দেশের সেনাবাহিনীরও শীর্ষ নেতা। পাশাপাশি নতুন সেনাদের প্রস্তুতি নিবিড় করতে প্রশিক্ষণের মেয়াদ ৩ মাস থেকে বাড়িয়ে ৬ মাস করা হল।
জাতীয়
- বেআইনি খনি মামলায় উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ডের ১২টি স্থানে তল্লাসি চালাল সিবিআই। ২০১৬ সালের ২৮ জুলাই বেআইনি খনন নিয়ে তদন্তভার সিবিআইকে দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট।
- মেঘালয়ের খনি দুর্ঘটনায় ২৩ দিন পরও ১৫ জন শ্রমিকের উদ্ধারের আশা দেখা যাচ্ছে না। ১০ লক্ষ লিটার জল বের করার পর জলতল কমেছে মাত্র দেড় ফুট। নৌসেনার হিসাব, মূ গহ্বরে জলের গভীরতা ১৬০.৭ ফুট। গহ্বরের মুখ থেকে জলতল ২০৯ ফুট। আরও ৯৮ ফুট জল কমলে তবে ডুবুরিরা নামতে পারবেন।
বিবিধ
- দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযু্ক্তীকরণের ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুরি সংখ্যা হতে চলেছে ১৮। এবার আঞ্চলিক ও গ্রামীণ ব্যাঙ্কগুলির সংযুক্তীকরণ হচ্ছে বলে জানা গেল। পাঞ্জাব গ্রামীণ ব্যাঙ্ক, মালওয়া গ্রামীণ ব্যাঙ্ক, সলতুজ গ্রামীণ ব্যাঙ্ককে একত্রিত করে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কের সঙ্গে মিলিয়ে দেওয়ার প্রস্তাব অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
- ব্যাঙ্ক প্রতারণা মামলায় বিজয় মালিয়াকে ফেরার আর্থিক অপরাধী বলে তকমা দিল মুম্বইয়ের বিশেষ আদালত।
খেলা
- সিডনি টেস্টে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২৩৬ রান করল। ২৪ ওভার বল করে ৩ উইকেট নিলেন কুলদীপ যাদব। এই সফরে চতুর্থ টেস্টেই প্রথম সুযোগ পেয়েছেন কুলদীপ।
- ষষ্ঠ প্রো কবাডি লিগে চ্যাম্পিয়ন হল বেঙ্গালুরু বুলস। তারা ফাইনালে ৩৮-৩৩ পয়েন্টে হারাল গুজরাট ফরচুন জায়ান্টসকে। এই প্রথমবার খেতাব জিতল বেঙ্গালুরু। প্রতিযোগিতার শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হলেন বেঙ্গালুরুর পবন কুমার। শ্রেষ্ঠ ডিফেন্ডার হলেন উত্তরপ্রদেশের নীতীশকুমার এবং শ্রেষ্ঠ রেইডার হলেন পাটনার প্রদীপ নারওয়াল।
- হপম্যান কাপে চ্যাম্পিয়ন হল সুইজারল্যান্ড। এই নিয়ে পর-পর দুবার তারা এই কাপ জিতল। সব মিলিয়ে ৪ বার। মার্কিন যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ৬ বার এই কাপ জিতেছে। সুইজারল্যান্ডের হয়ে তিন বার এই ট্রফি জয়ী দলের সদস্য হলেন রজার ফেডেরার। দেশের হয়ে এই সাফল্য অন্য কারও নেই।
- আই লিগের সর্বকনিষ্ঠ গোলদাতা হলেন রোহিত জানু। ইন্ডিয়ান অ্যারোজ দলের হয়ে তিনি আইজল এফসি-র বিরুদ্ধে গোল করলেন।
- টাটা ওপেন মহারাষ্ট্র ডাবলসে চ্যাম্পিয়ন হল রোহন বোপান্না-ডি শরণ জুটি।
- চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্তাসের বিরুদ্ধে বাইসাইকেল কিক-এ গোল করার জন্য গ্লোব সকার অ্যাওয়ার্ডস পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।