কারেন্ট অ্যাফেয়ার্স ৫ মে ২০১৮

761
1
current-affairs-05052018-picture

জাতীয়

  • অসমের তিনসুকিয়ায় আলফা জঙ্গিদের গুলিতে মৃত্যু হল পুলিশ অফিসার ভাস্কর কলিতার। তিনি বুলেটপ্রুপ জ্যাকেট পরা সত্ত্বেও তা বুলেট ঠেকাতে ব্যর্থ হওয়ায় জ্যাকেটের গুণমান নিয়ে প্রশ্ন উঠল।
  • নজির গড়লেন বম্বে হাইকোর্টের বিচারপতি শাহরুখ জে কথাওয়ালা। জমে থাকা মামলার চাপ কমাতে ভোর সাড়ে তিনটে পর্যন্ত তিনি মামলা শুনলেন।
  • ২৬ বছর পূর্ণ হল দেশের প্রথম লেডিজ স্পেশ্যাল ট্রেনের। ১৯৯২ সালের ৫ মে পশ্চিম রেলের চার্চগেট থেকে বোরিভেলি পর্যন্ত যাত্রা শুরু করেছিল লেডিজ স্পেশ্যাল ট্রেন।

আন্তর্জাতিক

  • দার্শনিক কার্ল মার্কসের ২০০তম জন্মদিবস উপলক্ষে জার্মানির ট্রিয়েরে মার্কসের জন্মশহরে তাঁর ১৪ ফুটের একটি মূর্তির আবরণ উন্মোচন করা হল। এই মূর্তিটি উপহার দিয়েছে চিন।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলাকে হত্যার মামলায় প্রাক্তন নৌসেনা অ্যাডাম পিউরিটনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল মার্কিন আদালত। ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি বর্ণবিদ্বেষমূলক হামলায় শ্রীনিবাস নিহত হয়েছিলেন।
  • ১১ জন জঙ্গিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানালেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।
  • মস্কোয় বিক্ষোভ মিছিল সংগঠিত করে গ্রেপ্তার হলেন রাশিয়ার বিরোধী নেতা আলেক্সেই নাভালনি।

খেলা

  • দোহা ডায়মন্ড লিগ সিরিজ মিটে চতুর্থ স্থান পেলেন ভারতের নীরজ চোপড়া। তিনি ৮৭.৪৩ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুড়ে নিজেরই তৈরি জাতীয় রেকর্ড ভাঙলেন। গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে তিনি সোনা জিতেছিলেন।
  • ২০১৯ সালের কোপা আমেরিকায় খেলার জন্য আমন্ত্রণ পেল জাপান এবং কাতার। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে ব্রাজিলে। ১২ দলের খেলায় বাকি ১০টি দলই লাতিন আমেরিকার। দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন এদিন এই তথ্য জানাল।

বিবিধ

  • সম্পূর্ণ ইথানলে তৈরি মোটরসাইকেল, অটো রিকশা ও স্কুটার তৈরির জন্য টিভিএস এবং বাজাজ– এই দুই সংস্থাকে অনুমতি দিল কেন্দ্র। প্রসঙ্গত, এক টন খড় থেকে ২৮০ লিটার ইথানল তৈরি হয়। এই ধরনের বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ালে শীতকালে দিল্লি ও সংলগ্ন এলাকায় খড় পোড়ানো সংশ্লিষ্ট দূষণও কমবে বলে মনে করা হচ্ছে।
  • গত জানুয়ারি-মার্চ মাসে চিনের বিদেশি মুদ্রা লেনদেন খাতে ঘাটতি ছিল ২৮২০ কোটি ডলার। এদিন চিনের একটি সূত্র এই তথ্য প্রকাশ করল। ২০০১ সালের দ্বিতীয় ত্রৈমাসিকের পর অনুরূপ ঘটনা ঘটল। মার্কিন-চিন বাণিজ্য সংঘাতের জেরে এই ঘটনা বলে মনে করা হচ্ছে।