কারেন্ট অ্যাফেয়ার্স ৬ এপ্রিল ২০২০

546
0
Current Affairs 10th January

আন্তর্জাতিক

  • বিশ্বজুড়ে করোনা ভাইরাস বা কোভিড-১৯ সংক্রমণে ৭৩,৯৩০ জনের প্রাণহানি হয়েছে৷ আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩,৩০,৯৩১৷ সব থেকে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইতালিতে৷ ১৬,৫২৩ জন৷ মার্কিন যুক্তরাষ্ট্রে এই সংক্রমণে সাড়ে ১০ হাজার জন প্রাণ হারিয়েছেন, আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪০ হাজার জন৷ ফ্রান্সে প্রাণহানি হয়েছে ৮,৯১১ জনের৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা ভয়ঙ্কর আর্থিক পরিস্থিতির মুখোমুখি হয়েছে বলে মন্তব্য করলেন সেখানকার অর্থমন্ত্রী৷ আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাডকর আপৎকালীন পরিস্থিতিতে তাঁর প্রথম জীবনের পেশা চিকিৎসাবিদ্যার ডাকে সাড়া দিয়ে স্টেথোস্কোপ তুলে নিয়েছেন হাতে৷ এরই মধ্যে সংবাদে প্রকাশ, চিনে নিষেধাজ্ঞা শিথিল হতেই হাজার-হাজার মানুষ ভিড় করছেন পর্যটন স্থল, রেস্টুরেন্ট, পার্কগুলিতে৷ এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেনন৷ এদিন তাঁকে আইসিইউতে নিয়ে যাওয়া হল৷

জাতীয়

  • দেশে করোনা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা একশো ছাড়াল৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে এই সংক্রমণে ১১১ জনের প্রাণহানি হয়েছে ও ৪,২৮১ জন আক্রান্ত হয়েছেন৷ সুস্থ হয়ে উঠেছেন ৩১৮ জন৷ সব থেকে উদ্বেগগজনক পরিস্থিতি মহারাষ্ট্রে৷ সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪৮ জন, মৃত্যু হয়েছে ৪৫ জনের৷ তামিলনাড়ু, তেলেঙ্গানা, কেরল ও উত্তরপ্রদেশে যথাক্রমে ৫৭১, ৩২১, ৩১৪ ও ৩০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ মুম্বইয়ের ওখার্ড ও যশলোক হাসপাতালকে সংক্রামক এলাকা ঘোষণা করে দিল প্রশাসন৷ ওখার্ডে ৩ জন চিকিৎসক ও ২৬ জন নার্স এক সপ্তাহের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন৷ পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৬১৷ কলকাতায় নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে এক রোগীর করোনায় মৃত্যুর পর সেখানকার ৩৯ জন চিকিৎসক ও ৪২ জন স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইনে পাঠাল প্রশাসন৷ করোনা পরিস্থিতি সামলাতে একটি কমিটি গড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই গ্লোবাল অ্যাডভাইসারি বোর্ডের মাথায় রয়েছেন নোবেল পুরস্কার জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়৷

বিবিধ

  • করোনা সঙ্কটের পরিস্থিতিতে দেশের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপালরা, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদরা এক বছরের জন্য ৩০ শতাংশ করে কম বেতন নেবেন বলে জানাল কেন্দ্রীয় সরকার৷ আগামী ২ বছর সাংসদদের এলাকা উন্নয়ন তহবিল বাবদ বরাদ্দও বন্ধ রাখার কথা জানানো হল৷

খেলা

  • করোনার আবহে বাতিল হয়েছে মাদ্রিদ ওপেন৷ এবার অনলাইনে টেনিস গেমের কথা জানাল তারা৷ অন্যদিকে একই কারণে বন্ধ হল নয়াদিল্লির বিশ্বকাপ শ্যুটিং মিট৷ বিশ্ব ব্যাডমিন্টন সংস্থাও জুলাই পর্যন্ত সব প্রতিযোগিতা বাতিল করে দিল৷
  • করোনা সংক্রমণে ম্যাঞ্চেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গুয়ার্দিওলার মা ডোলর্স সালা ক্যারিওর মৃত্যু হল, বয়স হয়েছিল ৮৩৷ অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে আত্মহত্যা করলেন ফ্রান্সের একটি ফুটবল দলের চিকিৎসক বার্নাড গঞ্জালেস৷