কারেন্ট অ্যাফেয়ার্স ৬ মে ২০১৮

786
0
current-affairs-06052018-picture

জাতীয়

  • জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫ হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদীর মৃত্যু হল। দুই পক্ষের সংঘর্ষের সময় ৫ জন সাধারণ মানুষেরও মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সমাজবিদ্যার সহকারী অধ্যাপক মহম্মদ রফি ভাট। ৩৪ বছর বয়সী প্রফেসর ভাট গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। তাঁর সন্ধান চালিয়েই সোপিয়ানের বারিগাঁওয়ে হাজির হয় নিরাপত্তা বাহিনী। সঙ্গে ছিলেন ভাটের পরিবার-পরিজনও। তাঁদের আবেদনেও আত্মসমর্পন করেননি সদ্য মুজাহিদিনে যোগ দেওয়া অধ্যাপক।
  • যে ৬৮ জন শিল্পী রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় পুরস্কার না পাওয়ায় চলচ্চিত্রের জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠান বয়কট করেছিলেন, ডাক যোগে তাঁদের পুরস্কার পাঠানোর কথা ভাবা হচ্ছে বলে এদিন জানাল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

আন্তর্জাতিক

  • পাকিস্তানে একই দিনে দুটি খনিতে বিস্ফোরণে ২৩ জন শ্রমিকের প্রাণহানি হল। বালুচিস্তানের মারওয়ারাহে ১৬ জন ও সুরাঞ্জে ৭ জন খনিশ্রমিকের মৃত্যুর খবর জানা গেছে। গ্যাস থেকে বিস্ফোরণ ও তার ফলে ছাদ ধসে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেল।
  • আফগানিস্তান থেকে অপহৃত হলেন ৭ জন ভারতীয় ইঞ্জিনিয়ার। বাগনান প্রদেশের বাহ-এ-শামল এলাকা থেকে সশস্ত্র জঙ্গিরা তাঁদের অপহরণ করল। তাঁরা কেইসি বিদ্যুৎ সংস্থায় কর্মরত ছিলেন। এই ঘটনায় তালিবান জঙ্গিরা যুক্ত বলে প্রশাসন সন্দেহ করছে।
  • লেবাননে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হল। দীর্ঘ ৯ বছর পর এই নির্বাচনে ভোট দিলেন প্রায় ৩৭ লক্ষ লেবাননবাসী।
  • আফগানিস্তানের খোস্ত প্রদেশের একটি মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃত্যু হল ১৩ জনের। আসন্ন নির্বাচনের জন্য ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা হচ্ছিল সেখানে।

খেলা

  • আবুধাবি ওপেন স্কোয়াশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন ভারতের রমিত ট্যান্ডন। রমিতের এটি তৃতীয় পেশাদার ট্যুর ট্রফি।
  • লা লিগায় রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার এল ক্লাসিকো খেলা ২-২ গোলে অমীমাংসিত থাকল।
  • এশিয়ান জুনিয়র অ্যাথলেটিক্সে ভারত শীর্ষস্থান পেল। ২০টি সোনা, ২২টি রুপো, ৮টি ব্রোঞ্জ সহ ৫০টি পদক জিতল ভারত।

বিবিধ

  • উত্তরবঙ্গে চাপড়ামারি অরণ্য থেকে সরাসরি পাখ-পাখালির ডাক বেতারে সম্প্রচারিত হল। প্রতি বছর মে মাসের প্রথম রবিবারটি পালিত হয় আন্তর্জাতিক ডন কোরাস ডে। ২০১৫ সাল থেকে ইউরোপে এই দিনটিতে পাখির ডাক বেতারে সম্প্রচারিত হচ্ছে। অল ইন্ডিয়া রেডিও গতবছর আগ্রার সুরসাগর পাখিরালয় থেকে পাখির ডাক সম্প্রচারিত করেছিল। এদিন ভোর সাড়ে ৪টে থেকে চাপড়ামারির পাখির ডাক শোনানো হল।