কারেন্ট অ্যাফেয়ার্স ৭ জুলাই ২০২০

698
0
current affairs

আন্তর্জাতিক

  • করোনা ভাইরাসে ব্রাজিলের রাষ্ট্রপতি  জাইর বোলসোনারো আক্রান্ত হলেন৷ প্রথম থেকেই তিনি এই সংক্রমণকে লঘু করে দেখাচ্ছিলেন বলে অভিযোগ৷ ইতিমধ্যে ব্রাজিলে ১৬ লক্ষ ২৬ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে৷ প্রাণহানির সংখ্যা ৬৫৫৫৬৷ সমগ্র বিশ্বে ১,১৮,৪৪,৭০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ প্রাণহানি হয়েছে ৫,৪৩,৫৪১ জনের৷ অন্যদিকে হাভার্ড বিশ্ববিদ্যালয় প্রথমবর্ষের পড়ুয়াদের অগ্রাধিকার দিয়ে ৪০ শতাংশ ছাত্রছাত্রী নিয়ে প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত জানাল৷
  • কূটনৈতিক সৌজন্য অগ্রাহ্য করার অভিযোগ উঠল কাঠমান্ডুতে চিনের রাষ্ট্রদূত হো উইয়াঙ্কির বিরুদ্ধে৷ প্রধানমন্ত্রী কে পিওলির বিরুদ্ধে সাংসদদের ক্ষোভ প্রশমিত করতে তিনি রাষ্ট্রপতি বিদ্যা ভাণ্ডরী, প্রবীণ নেতা মাধবকুমার নেপাল প্রমুখের বাড়ি গিয়ে বৈঠক করেছেন৷ এই বৈঠকে বিধি মেনে বিদেশমন্ত্রকের কোনো আধিকারিককে ডাকাও হয়নি৷

 

জাতীয়

  • দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ অতিক্রম করে গেল৷ দেশে মোট আক্রান্ত হয়েছেন ৭,১৯,৬৬৫ জন৷ সুস্থ হয়েছেন ৪,৩৯,৯৪৭ জন৷ কোভিড-১৯-এ প্রাণ হারিয়েছেন ২০,১৬০ জন৷ সংক্রমণে ভারতের স্থান বিশ্বে তৃতীয়৷ শুধু মুম্বইয়েই আক্রান্তের সংখ্যা (৮৫৭২৪) অতিক্রম করে গেল চিনকে৷ মুম্বইয়ে প্রাণহানির সংখ্যা ৪,৯৩৮৷ চিনে ৮৩,৫৬৫ জন আক্রান্ত হয়েছেন, ৪,৬৩৪ জন প্রাণ হারিয়েছেন৷ ভারতে সুস্থতার হার ৬১.১৩ শতাংশ৷ বিশ্বে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় মৃত্যুর হার ৬৮.২৯৷ ভারতে তা ১৪.২৭৷ দেশে নমুনা পরীক্ষার সংখ্যা ১ কোটি অতিক্রম করল৷ ১১১৫টি ল্যাবে দিনে ১ লক্ষ ৮০ হাজার নমুনা পরীক্ষা হচ্ছে৷ পশ্চিম বঙ্গে গত ২৪ ঘণ্টায় ৮৫০ জন আক্রান্ত হলেন করোনায়, জীবনহানি হল ২৫ জনের৷ রাজ্যের কন্টেনমেন্ট জোনগুলিতে ৯ জুলাই থেকে কঠোর লকডাউনের সিদ্ধান্ত জানাল রাজ্য সরকার৷

 

 

বিবিধ

  • অভিনেতা অরুণ গুহঠাকুরতা (৭৭) প্রয়াত হলেন৷ তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন৷ ‘বিসর্জন’, ‘বসুপরিবার’, ‘সিনেমাওয়ালা’, ‘ল্যাপটপ’, ‘কেয়ার অব স্যার’, ‘ছোটদের ছবি’ প্রভৃতি বহু ছবিতে তিনি অভিনয় করেছিলেন৷ তিনি জীবন শুরু করেছিলেন সহকারী পরিচালক হিসাবে৷
  • চলতি শিক্ষাবর্ষে নবম থেকে দ্বাদশ শ্রেণিতে ৩০ শতাংশ পাঠ্যসূচি হ্রাস করল সিবিএসই৷

 

 

খেলা

  • ১১৭ দিন পর শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট৷ সাউদাম্পটনের এজিয়েস বোল-এ টেস্ট ক্রিকেটে মুখোমুখি হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ৷ এই ওয়েস্ট ইন্ডিজ দলের ৫ দিন লড়াইয়ের ক্ষমতা নেই বলে মন্তব্য করলেন প্রাক্তন ক্যারিবিয়ান তারকা ব্রায়ান লারা৷

 

 

লাইভ টিভি দেখুন :https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল