কারেন্ট অ্যাফেয়ার্স ৭ মার্চ ২০২০

570
0

আন্তর্জাতিক

  • সৌদি আরবে রাজ পরিবারের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল। সৌদির রাজা জনসন বিন আবদুলাজিজ আল সৌদির ভাই আহমেদ বিন আবদুলাজিজ এবং ভাইপো মহম্মদ বিন নায়েককে গ্রেপ্তার করল সৌদি রয়্যাল গার্ডস। মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি সংবাদমাধ্যম এই দাবি করেছে। যুবরাজ মহম্মদ বিন সলমনের নির্দেশেই এমন ঘটেছে বলে তাদের দাবি। রাজার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তাঁদের মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে বলে আশঙ্কা। প্রসঙ্গত, সৌদি রাজসিংহাসনের মুখ্য দাবিদার রাজার ভাই।
  • ইরানে একজন সাংসদের মৃত্যু হল করোনা সংক্রমণে। এই নিয়ে সেদেশে ৭ জন রাজনীতিকের এভাবে মৃত্যু হল। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূ্লে ভাসমান প্রমোদ তরণী ‘গ্র্যান্ড প্রিন্সেস’-এ ২১ জন আক্রান্ত হলেন করোনা সংক্রমণে। বিশ্বের ৯৭টি দেশে সংক্রমণ ছড়িয়ে পড়ল।

জাতীয়

  • বিজয়ওয়াদা থেকে তিরুপতির দিকে রওনা দিল দেশের প্রথম মহিলা পরিচালিত ট্রেন কৃষ্ণা এক্সপ্রেস। দক্ষিণ-মধ্য রেলের এই ট্রেনটির লোকো পাইলট, গার্ড, স্লিপার টিকিট পরীক্ষক, স্কোয়াড টিকিট পরীক্ষক এবং আরপিএফ প্রহরী সকলেই মহিলা।

বিবিধ

  • করোনা ভাইরাস সংক্রমণের জেরে চিনে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রপ্তানি কমেছে ১৭.২ শতাংশ ও আমদানি ৪ শতাংশ কমেছে। অন্যদিকে ভারতে টেলিফোন নেটওয়ার্ক সংস্থাগুলিকে ট্রাই নির্দেশ দিল প্রতি ফোন কলের আগে ৩০ সেকেন্ড ধরে করোনা ভাইরাসের সতর্কবার্তা শোনানোর জন্য।

খেলা

  • সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ওয়াসিম জাফর। দেশের হয়ে ৩১টি টেস্টে ৫টি শতরান ও ১টি দ্বিশতরান সহ ১৯৪৪ রান এবং প্রথম শ্রেণির ক্রিকেটে ২৬০ ম্যাচে ৫৭টি শতরান সহ ১৯৪১০ রান আছে তাঁর। এখন তাঁর বয়স ৪২ বছর।
  • ডেভিস কাপে কোয়ালিফায়ার্স রাউন্ড থেকে বিদায় নিল ভারত। একমাত্র জয় এসেছে লিয়েন্ডার পেজ-রোহন বোপান্নার ডাবলসে। ডেভিস কাপে এটি লিয়েন্ডারের ৪৫তম ডাবলস ম্যাচ জয়।
  • ওয়ার্ল্ড সিরিজ একদিনের ম্যাচে ইন্ডিয়া লেজেন্ডস ৭ উইকেটে হারাল ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসকে। ইন্ডিয়া লেজেন্ডেসের হয়ে বীরেন্দ্র শেহবাগ ৫০ বলে ৭৬ রান এবং শচীন তেন্ডুলকর ২৯ বলে ৩৬ রান করলেন।
  • জাল পাসপোর্ট ব্যবহার করায় প্রাক্তন ফুটবলার রোনালডিনহোকে গ্রেপ্তার করল প্যারাগুয়ের পুলিশ।