কারেন্ট অ্যাফেয়ার্স ৮ জানুয়ারী, ২০১৯

395
0
Current Affairs 8 Jan 2019

আন্তর্জাতিক

  • চিন সফরে গেলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিম জং উন। সঙ্গে তাঁর স্ত্রী রি সল জু এবং বেশ কয়েকজন আমলা। ব্যক্তিগত ট্রেনে তিনি চিন সফরে গেলেন। প্রসঙ্গত, এটি তাঁর চতুর্থ চিন সফর।
  • ব্রেক্সিট চুক্তির খসড়া অনুমোদনের লক্ষ্যে ১৫ জানুয়ারি নির্বাচন হবে ব্রিটিশ সংসদে। প্রসঙ্গত, ২৯ মার্চ ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরনোর কথা ব্রিটেনের।

জাতীয়

  • ডিএনএ বিল পাশ হল লোকসভায়। বলা হচ্ছে, ফৌজদারি মামলায় সংশ্লিষ্ট ব্যক্তির ডিএনএ পরীক্ষা সহজ হবে এই বিল আইনে পরিণত হলে।
  • নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হল লোকসভায়। প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সিরা ভারতে এসে ৭ বছর কাটানোর পর নাগরিকত্বের আবেদন জানানোর সংস্থান রয়েছে এই বিলে।
  • সিবিআই ডিরেক্টর অলোক ভার্মাকে তদন্ত সংস্থার প্রধান পদে ফিরিয়ে আনার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। গত ২৩ অক্টোবর তাঁকে ছুটিতে পাঠিয়েছিল কেন্দ্র।

বিবিধ

  • আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের প্রথম মহিলা মুখ্য অর্থনীতিবিদ হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন গীতা গোপীনাথ (৪৭)। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি আড়াই বছর আগে কেরলে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মুখ্য আর্থিক উপদেষ্টা ছিলেন।
  • ডিজিটাল লেনদেন বাড়ানোর পথ খুঁজতে ৫ সদস্যের একটি কমিটি গড়ল আরবিআই। কমিটির শীর্ষে রয়েছেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি।

খেলা

  • আই লিগের ম্যাচে ইস্টবেঙ্গল ২-১ গোলে হারাল ইন্ডিয়ান অ্যারোজকে। দ্বাদশ আইপিএল ২৩ মার্চ দেশের মাটিতেই শুরু হবে বলে জানানো হল।
  • আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন বিরাট কোহলি। তিন নম্বরে উঠে এলেন চেতেশ্বর পূজারা। ঋষভ পন্থ ২১ ধাপ এগিয়ে উঠে এলেন ১৭তম ক্রমে। টেস্টে ভারত এক নম্বর স্থান ধরে রাখল।
  • রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে পোঁছল রাজস্থান।
  • শ্রীলঙ্কাকে একদিনের সিরিজে ৩-০ ব্যবধানে হারাল নিউজিল্যান্ড।